ব্রাজিলীয় বাদামের উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া |Brazil Nuts Benefits and Side Effects in Bengali

সেলেনিয়াম এর অন্যতম উৎকৃষ্ট উৎস হল ব্রাজিলীয় বাদাম। এটি বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্রাজিলীয় বাদামের বহু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। মূলত ব্রাজিলের আমাজন এর গভীর জঙ্গলে বাদাম গাছ থেকে এই বাদাম গুলি পাওয়া যায়। এই ব্রাজিলীয় বাদাম গুলি দেখতে নারকেলের মত এক ধরনের খোলের ভেতরে থাকে। এই ব্রাজিলীয় বাদাম থাইরয়েড, হার্টের সমস্যা, ক্যান্সার, ব্রেনের সমস্যার মতন বহু রোগের ক্ষেত্রে, স্বাস্থ্য সুরক্ষায় এবং শরীরে অনাক্রমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে আসুন আজকের নিবন্ধ থেকে জেনে নিন ব্রাজিলীয় বাদামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গুলি।
In This Article
ব্রাজিলীয় বাদাম কি?
ব্রাজিলের আমাজন অববাহিকার গভীর জঙ্গলে প্রাপ্ত এক ধরনের বাদাম গাছ থেকে এই ব্রাজিলীয় বাদাম পাওয়া যায়। এই বাদাম গুলি নারকেল এর মতন দেখতে হয়। একটি খোলের ভিতরে অনেকগুলি বাদাম একসাথে থাকে। এই বাদাম গুলি সেলেনিয়াম এর উৎকৃষ্ট উৎস। ব্রাজিলীয় বাদামের এক আউন্স বা ছয় টি বাদামের মধ্যে রয়েছে ৫৪৪ মাইক্রো গ্রাম সেলেনিয়াম, যা আরডিএর প্রায় ১০ গুণ। সেলেনিয়াম মানব শরীরে গিয়ে প্রোটিনের সাথে মিশে সেলেনো প্রোটিন তৈরি করে, যা থাইরয়েড এর সমস্যা কমাতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এছাড়াও সেলেনিয়াম শরীরের বিভিন্ন প্রদাহের সাথে লড়াই করে শরীরকে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে থাকে। এছাড়াও শরীরের যেকোনো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। আসুন তাহলে জেনে নিন ব্রাজিলীয় বাদাম আমাদের কোন কোন স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে।
ব্রাজিলীয় বাদামের উপকারিতা
১) থাইরয়েড নিয়ন্ত্রণে
শরীরের অন্যান্য অংশের তুলনায় থাইরয়েড গ্রন্থিতে সেলেনিয়াম সর্বোচ্চ পরিমাণে থাকে। থাইরয়েড গ্রন্থির অন্যান্য অনুগুলির সাথে সেলেনিয়াম আবদ্ধ হয়ে শরীরে থাইরয়েড হরমোন তৈরি করে এবং সেগুলি যথাযথভাবে ব্যবহার করতে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে, থাইরয়েডের যে সমস্যা গুলি শরীরে হয়ে থাকে সেগুলি শরীরে সেলেনিয়াম এর ঘাটতির কারণে হয়ে থাকে। এছাড়াও গবেষণায় আরো দেখা গিয়েছে যে, যাদের শরীরে থাইরয়েড এর বিভিন্ন সমস্যা রয়েছে তারা যদি ব্রাজিলীয় বাদাম খাদ্যতালিকায় রাখেন সেক্ষেত্রে তাদের শরীরে সেলেনিয়াম এর পরিমাণ বাড়িয়ে তোলা সম্ভব হয় এবং এটি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কেও উন্নত করে। সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থি ছাড়াও শরীরের অ্যান্টি বডি গুলি কে শক্তিশালী করতে এবং শরীরকে যেকোনো রোগ থেকে রক্ষা করতে, থাইরয়েড রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। তবে এক্ষেত্রে এটি প্রমাণের জন্য আরও গবেষণা প্রয়োজন। কিন্তু থাইরয়েড গ্রন্থিকে যথাযথ ভাবে কাজ করাতে সেলেনিয়াম এর গুরুত্ব অপরিসীম। (১) (২) (৩)
২) হৃদ রোগ প্রতিরোধে
ব্রাজিলীয় বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই তিনটি খনিজ শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর পাশাপাশি ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা দ্রবণীয় ফাইবার এলডিএল কোলেস্টেরলের মাত্রা কম করতে সহায়তা করে। ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান গুলি শরীরের অভ্যন্তরীণ ক্ষতি রোধ করতে এবং হৃদরোগের সম্ভাবনা কম করতে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে কেবলমাত্র দৈনিক ব্রাজিলীয় বাদাম খাদ্যতালিকায় রাখার ফলে লিপিড প্রোফাইল এর বিভিন্ন উপাদান গুলি উন্নত ভাবে কাজ করতে সহায়তা করে। (৪) (৫)
৩) প্রদাহ রোধ করতে
ব্রাজিলীয় বাদামে অন্যান্য বাদামের মতন মনো এবং পলি উন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। বাদামের মধ্যে থাকা সেলেনিয়ামও যেকোনো প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে যে, দৈনিক যদি একটি করে ব্রাজিলীয় বাদাম খাওয়া যেতে পারে এক্ষেত্রে শরীর নিজে থেকেই যেকোনো প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে পারে। এছাড়াও দৈনিক ব্রাজিলীয় বাদাম গ্রহণ করার ফলে দীর্ঘমেয়াদী প্রদাহ জনিত সমস্যা থেকে মুক্তি পেতে দেখা গিয়েছে। (৬) (৭)
৪) ক্যানসারের চিকিৎসায়
ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম ক্যান্সারের ঝুঁকি কম করতে এবং তার চিকিৎসা পদ্ধতি উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। ব্রাজিলীয় বাদামের মধ্যে এলাজিক অ্যাসিডিটি অ্যান্টিক্যান্সার এবং অ্যান্টি মিউটেজেনিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা গিয়েছে। মূলত শরীরে পারদ বা অন্যান্য ভারী ধাতুর বিষক্রিয়া মাত্রা ছাড়িয়ে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। জাতীয় ফাউন্ডেশন ফর ক্যান্সার এর গবেষণায় বলা হয়েছে, ব্রাজিলীয় বাদামে থাকা সেলেনিয়াম ক্যান্সার রোগের বিরুদ্ধে চিকিৎসা করতে সহায়তা করতে পারে। (৮) (৯) (১০)
৫) ওজন কম করতে
ব্রাজিলীয় বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যে কারণে এটি দৈনিক গ্রহণ করার ফলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে এবং খাবার ইচ্ছা কমে যায়। এই ব্রাজিলীয় বাদাম আর্জিনাইন সমৃদ্ধ উপাদান। এটি একটি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ উপাদান হওয়ায় এটি শরীরের বাড়তি শক্তি ব্যয় করে এবং শরীরের নরম অংশে জমে থাকা চর্বিকে কম করে ওজন কম করতে সহায়তা করে।
ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে। এটি বিপাকে দক্ষতার সাথে কাজ করে এবং শরীরের বাড়তি ক্যালরি কে কম করতে সহায়তা করে।
৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে
ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা গুলি কে বাড়িয়ে তুলতে সহায়তা করে। সেলেনিয়াম ছাড়া এটি যথাযথভাবে হওয়া সম্ভব না। এছাড়াও ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা জিঙ্ক যেকোনো রোগজীবাণু ধ্বংস করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সেলেনিয়াম শরীরের বিভিন্ন কোষগুলিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য বার্তা বহন করে থাকে। যার ফলে দৈনিক খাদ্য তালিকায় ব্রাজিলীয় বাদাম রাখলে পরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। (১১) (১২)
৭) মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায়
বয়স্ক ব্যক্তিদের ওপরে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যারা ছয় মাস ধরে প্রতিদিন একটি করে ব্রাজিলীয় বাদাম খান তাদের শারীরিক অবস্থা এবং শারীরিক দক্ষতা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া-কলাপ বাড়াতে এবং মস্তিস্ককে যেকোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। ব্রাজিলীয় বাদামের এলাজিক অ্যাসিডে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা মস্তিষ্ককে যে কোন ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। এছাড়া ওই বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম মেজাজ কে উন্নত করতে এবং হতাশা কম করতে সহায়তা করে। দৈনিক এই বাদাম খাওয়ার ফলে সেরোটোনিন-এর মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে মেজাজ আরো ভালো থাকে। (১৩)
৮) হজমের সহায়তায়
ব্রাজিলীয় বাদাম হলো দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার এর উৎকৃষ্ট উৎস। দ্রবণীয় ফাইবার জলকে শরীরে সঞ্চয় করে হজম শক্তি কমিয়ে দেয়। অন্যদিকে অদ্রবণীয় ফাইবার শরীরে মল তৈরি এবং খাদ্যকে পেট এবং অন্ত্রের মধ্য দিয়ে বাইরে যেতে সহায়তা করে। তাই দৈনিক ব্রাজিলীয় বাদাম খাদ্যতালিকায় রাখলে শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি পায়।
৯) টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে
ব্রাজিলীয় বাদামের মধ্যে সেলেনিয়াম দস্তা প্রচুর পরিমাণে রয়েছে। এই খণিজ গুলি পুরুষদের দেহের টেস্টোস্টেরনের মাত্রা কে বাড়াতে সহায়তা করে। যার ফলে যে সমস্ত পুরুষদের শরীরে টেস্টোস্টেরন এর ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়। (১৪)
১০) যৌন স্বাস্থ্য উন্নতিতে
ব্রাজিলীয় বাদাম হরমোনজনিত স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। বীর্য সংখ্যা বাড়াতে এবং শুক্রাণুর গতিশীলতা উন্নত করতে সেলেনিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্রাজিলীয় বাদাম সেলেনিয়াম এর উৎকৃষ্ট উৎস হওয়ায় এটি যৌন স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। এর পাশাপাশি ব্রাজিলীয় বাদাম গুলি ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসা করতেও সহায়তা করে। (১৫)
১১) ব্রণর চিকিৎসায়
ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা সেলেনিয়াম ত্বকের স্থিতিস্থাপকতা কে উন্নত করতে এবং ত্বকের মধ্যে যেকোনো লালচে ভাব কিংবা ক্ষতের সৃষ্টি হলে তা কম করতে সহায়তা করে। সেলেনিয়াম গ্লুটাথিয়ন গঠনে সহায়তা করে যা ব্রণের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। যেকোনো ধরনের বাদামই ত্বকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে ব্রাজিলীয় বাদাম ও তার ব্যতিক্রম নয়। (১৬)
১২) চুলের বৃদ্ধিতে
শরীরে সেলেনিয়াম এর ঘাটতি হলে চুল পড়ার সমস্যা দেখা যায়। কেননা ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা বিভিন্ন খনিজ গুলি দেহের চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন জাতীয় উপাদানগুলোকে প্রক্রিয়াজাতকরণে সহায়তা করে, যার ফলে শরীরে প্রোটিনের মাত্রা কম হয়ে গেলে চুল পড়ার সমস্যা বৃদ্ধি পায়। তাই চুল পড়ার সমস্যা কম করতে এবং চুলের বৃদ্ধিকে বাড়িয়ে তুলতে দৈনিক খাদ্য তালিকা ব্রাজিলীয় বাদাম রাখুন।
ব্রাজিলীয় বাদামের পুষ্টি মূল্য
ব্রাজিলীয় বাদামের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান গুলির মধ্যে অন্যতম উৎকৃষ্ট উপাদান হলো সেলেনিয়াম। একমাত্র সেলেনিয়াম আরডিএর ১৭৫ শতাংশ পূরণ করে। একটি ব্রাজিলীয় বাদামের মধ্যে রয়েছে ৯৬ এমসিজি পুষ্টি। এছাড়া এই বাদাম গুলি হাঁড়ের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সহায়তা করে। এর মধ্যে বহু স্বাস্থ্যকর ফ্যাট ফ্যাট গুলি রয়েছে যা ভালো ফ্যাটের অন্যতম উৎস।(১৭)
প্রতি ১০০ গ্রাম ব্রাজিলীয় বাদামের মধ্যে রয়েছে –
- শক্তি ৬৫৬ কিলোক্যালরি
- কার্বোহাইড্রেট ১২ গ্রাম
- প্রোটিন ১৪ গ্রাম
- ফ্যাট ৬৪ গ্রাম
- কোলেস্টেরল ০ মিলিগ্রাম
- ডায়েটারি ফাইবার ৭.৫ গ্রাম
- ফোলেটস ২২ এমসিজি
- ভিটামিন-এ ০ আই ইউ
- ভিটামিন-সি ০.৭ মিলিগ্রাম
- ভিটামিন ই গামা ৭.৮৭ মিলিগ্রাম
- সোডিয়াম ২ মিলিগ্রাম
- পটাশিয়াম ৫৯৭ মিলিগ্রাম
- ক্যালসিয়াম ১৬০ মিলিগ্রাম
- তামা ১.৭৪৩ মিলিগ্রাম
- আয়রন ২.৪৩ মিলিগ্রাম
- ম্যাগনেসিয়াম ৩৭৬ মিলিগ্রাম
- ফসফরাস ৭২৫ মিলিগ্রাম
- সেলেনিয়াম ১৯১৭ এমসিজি
- দস্তা ৪.০৬ এমসিজি।
কিভাবে ব্রাজিলীয় বাদাম ব্যবহার করা যায়
ব্রাজিলীয় বাদাম খাবার সেরা উপায় হল কাঁচা খাওয়া। এটি সরাসরি যদি খাওয়া যায় এতে পুষ্টি উপাদান গুলি শরীরে যথাযথভাবে পৌঁছয়। তবে এই বাদাম গুলি খাওয়ার ক্ষেত্রে স্যালাড এর মত বানিয়ে নিয়ে কিংবা লবণ দিয়ে খাওয়া যেতে পারে। এ ছাড়াও বিভিন্ন মিষ্টির ওপর সাজিয়ে কিংবা এগুলোকে পিষে নিয়ে কোন খাবারের উপরে দিয়ে সেই খাবারের স্বাদ বাড়িয়ে তুলতে পারেন। তবে এটি একমুঠো নিয়ে টিভি দেখতে দেখতে ও খেয়ে নিতে পারেন। এটি দিনের যেকোনো সময়ই খেতে পারেন। তবে যতটা সম্ভব রাতের দিকে না খাওয়াই ভালো, সে ক্ষেত্রে এটি হজমের সমস্যা করতে পারে।
ব্রাজিলীয় বাদামের পার্শ্ব প্রতিক্রিয়া
প্রত্যেকটা জিনিসের ই ভালো গুণ থাকার পাশাপাশি অধিক ব্যবহার করার ফলে প্রত্যেকটা জিনিসই খারাপ প্রভাব ফেলে অর্থাৎ অধিক ব্যবহারে যে কোন জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ব্রাজিলীয় বাদাম এর ব্যাতিক্রম নয়। এটি অধিক পরিমানে গ্রহণের ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। জেনে নিন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন।
১) সেলেনিয়ামের বিষাক্ততা
ইতিমধ্যেই আমরা জেনেছি ব্রাজিলীয় বাদাম সেলেনিয়াম সমৃদ্ধ একটি উপাদান। এক্ষেত্রে এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে সেলেনিয়াম এ বিষাক্ততা বা সেলেনোসিস রোগ হতে পারে। এই রোগের লক্ষণ হিসেবে ডায়েরিয়া, ভঙ্গুর নখ, চুল পড়া এবং কাশির সমস্যা গুলি দেখা দিতে পারে। প্রায় ৫০০ এমসিজি সেলেনিয়াম গ্রহণের ফলে বিষাক্ততা হতে পারে। যার ফলে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক এবং কিডনিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেলেনিয়ামের পরিমাণ সর্বোচ্চ ৪০০ এমসিজি হারে প্রতিদিন গ্রহণ করতে পারে।
২) এলার্জি জনিত সমস্যা
ব্রাজিলীয় বাদাম গ্রহণের ফলে যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে এর লক্ষন হিসেবে বমি ভাব এবং চোখ মুখে ফোলা ভাব দেখা দিতে পারে।
তাহলে আজকের নিবন্ধ থেকে ব্রাজিলীয় বাদামের বিভিন্ন গুনাগুন গুলি সম্পর্কে জেনে নিলেন। আপনার শরীরে যদি সেলেনিয়াম এর কোন প্রকার ঘাটতি থাকে এক্ষেত্রে ব্রাজিলীয় বাদাম দৈনিক গ্রহণের ফলে সেই ঘাটতি কমে যেতে পারে এবং সেলেনিয়ামের কারণে যে শারীরিক সমস্যা গুলো দেখা যায় সেই সমস্যার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে দৈনিক একটি করে ব্রাজিলীয় বাদাম খাদ্যতালিকায় রাখুন এটি অনেক শারীরিক সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। তবে এটি খুব বেশি পরিমাণে খাবেন না। দৈনিক একটি পরিমাণে খান। ব্রাজিলীয় বাদাম দৈনিক খাদ্য তালিকায় রাখার ফলে আপনারা কেমন আছেন সেটি আমাদের জানাতে ভুলবেন না।
প্রায়শঃ জিজ্ঞাস্য :
এক দিনে কত পরিমান ব্রাজিলীয় বাদাম খাওয়া যায়?
ব্রাজিলীয় বাদামের একটি বাদাম পর্যাপ্ত পরিমাণে সেলেনিয়াম সরবরাহ করে। সেক্ষেত্রে তিনটির বেশি বাদাম একদিনে খাওয়া উচিত নয়।
টেস্টোস্টেরনের জন্য কি ব্রাজিলীয় বাদাম খাওয়া যায়?
টেস্টোস্টেরনের বৃদ্ধির জন্য ব্রাজিলীয় বাদাম খাদ্য তালিকায় রাখা যায়।
ব্রাজিলীয় বাদাম এর অপর নাম কি?
ব্রাজিলীয় বাদাম কে পারা বাদাম নামেও ডাকা হয়।
Sources
- The importance of selenium to human health
https://pubmed.ncbi.nlm.nih.gov/10963212/ - EFFECT OF SELENIUM SUPPLEMENTATION VIA BRAZIL NUT (BERTHOLLETIA EXCELSA, HBK) ON THYROID HORMONES LEVELS IN HEMODIALYSIS PATIENTS: A PILOT STUDY
https://pubmed.ncbi.nlm.nih.gov/26545554/ - Selenium and the thyroid gland: more good news for clinicians
https://pubmed.ncbi.nlm.nih.gov/23046013/ - Antioxidants & Heart Health
https://my.clevelandclinic.org/health/articles/16739-antioxidants–heart-health - A Single Consumption of High Amounts of the Brazil Nuts Improves Lipid Profile of Healthy Volunteers
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3693158/ - Health Benefits of Nut Consumption
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/ - Brazilian nut consumption by healthy volunteers improves inflammatory parameters
https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0899900713004504 - Bioactivity of selenium from Brazil nut for cancer prevention and selenoenzyme maintenance
https://pubmed.ncbi.nlm.nih.gov/8072875/ - Punicalagin and Ellagic Acid Demonstrate Antimutagenic Activity and Inhibition of Benzo[a]pyrene Induced DNA Adducts
https://www.hindawi.com/journals/bmri/2014/467465/ - Taste the Cancer-Fighting Power of Brazil Nuts
https://www.nfcr.org/blog/whats-for-dinner/ - The influence of selenium on immune responses
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3723386/ - Zinc and immune function: the biological basis of altered resistance to infection
https://pubmed.ncbi.nlm.nih.gov/9701160/ - The Effects of Ellagic Acid upon Brain Cells: A Mechanistic View and Future Directions
https://pubmed.ncbi.nlm.nih.gov/26846140/ - Relationship between serum levels of testosterone, zinc and selenium in infertile males attending fertility clinic in Nnewi, south east Nigeria
https://pubmed.ncbi.nlm.nih.gov/23678636/ - Erectile Dysfunction
https://wholehealth.wisc.edu/tools/erectile-dysfunction/ - Acne vulgaris, mental health and omega-3 fatty acids: a report of cases
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2577647/ - Food data
https://fdc.nal.usda.gov/fdc-app.html#/food-details/566984/nutrients