চুল লম্বা করার জন্য ১৭টি সেরা শ্যাম্পু – Best Shampoos for Hair Growth in Bengali

সুন্দর ঘন লম্বা চুল পাওয়া বেশিরভাগ মেয়েরই স্বপ্ন থাকে, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে তা হয়ে ওঠেনা। চুলের পরিচর্যা করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের চুল অনুযায়ী সঠিক শ্যাম্পু ব্যবহার করা। শ্যাম্পুর মূল কাজ হল চুলের থেকে ধুলো-ময়লা দূর করে চুলকে পরিষ্কার পরিছন্ন রাখা। এছাড়া যদি কোনো শ্যাম্পু আপনার স্ক্যাল্পের ফলিক্যালকে স্বাস্থ্যকর করে তোলে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে তাহলে তো কোনো কথাই নেই, সেই শ্যাম্পু আপনার চুলের জন্য খুবই উপকারী হতে বাধ্য।
আমাদের এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে চুলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে এমন কিছু শ্যাম্পুর সম্পর্কে তথ্য।
In This Article
চুলের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ১৭টি সেরা শ্যাম্পুর তালিকা
১. Bella Vita Organic Shampoo with Growth Protein for Hair Volume, Fall, Dandruff, Frizz Control, Shine & Strength
প্রোডাক্টটি দাবি করে
স্ক্যাল্পের PH সঠিক মাত্রায় রেখে চুলকে মোলায়েম রাখতে সাহায্য করে। স্ক্যাল্পের ফলিক্যাল ভালোভাবে পরিষ্কার করে নতুন চুল গজাতে সাহায্য করে।
সুবিধা
- প্যারাবেন, সিলিকন ও সালফেট মুক্ত
- অরগ্যানিক প্রোডাক্ট
- চুলকে গোড়া থেকে মজবুত করে
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
- নিয়মিত ব্যবহার করতে পারেন।
২. Urban Essence Onion Shampoo For Healthy Hair Growth & Hair Fall Control With Aloevera
প্রোডাক্টটি দাবি করে
পেয়াঁজে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা স্ক্যাল্পকে নানা ধরণের ইনফেকশন দূরে রাখে ও নতুন চুল গজাতে সাহায্য করে। রক্ত চলাচল সঠিক রাখে। স্ক্যাল্পকে খুশকি থেকে মুক্তি দিতে পারে।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান উপস্থিত
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে উপযোগী।
৩. Biotique Bio Kelp Protein Shampoo for Falling Hair Intensive Hair Regrowth Treatment
প্রোডাক্টটি দাবি করে
ন্যাচারাল প্রোটিন যুক্ত এই শ্যাম্পু চুলের দৈর্ঘ্য বাড়াতে উপযোগী ও চুল পড়া কম করতে সাহায্য করে। আয়ুর্বেদিক এই শ্যাম্পু প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হয়।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন
- ন্যাচারাল প্রোটিন যুক্ত
- চুলকে গোড়া থেকে মজবুত করে।
৪. Indulekha Bringha Anti Hair Fall Shampoo
প্রোডাক্টটি দাবি করে
চুলের জন্য অত্যন্ত উপকারী ভৃঙ্গরাজ গাছের গুণযুক্ত এই শ্যাম্পু চুল পড়া রোধ করে। আয়ুর্বেদিক শ্যাম্পুটি আপনার চুলকে করে তোলে স্বাস্থ্যকর ও সজীব।
সুবিধা
- আয়ুর্বেদিক শ্যাম্পু
- কৃত্তিম গন্ধ ও রঙ নেই
- ভৃঙ্গরাজ গাছের গুণযুক্ত
- চুলকে গোড়া থেকে পরিষ্কার রাখে।
৫. Dabur Vatika Health Shampoo
প্রোডাক্টটি দাবি করে
হেনা, আমলকি, রিঠা, আমন্ড, শিকাকাই, জবা ফুল, অলিভের গুণযুক্ত ডাবরের এই শ্যাম্পু আপনার চুলকে করে সজীব ও মোলায়েম। চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে স্বাস্থ্যকর করে তোলে।
সুবিধা
- হেনা, আমলকি, রিঠা, আমন্ড, শিকাকাই, জবা ফুল, অলিভের গুণযুক্ত
- দাম সাধ্যের মধ্যে
- মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন
- স্ক্যাল্পের স্বাস্থ্য ফিরিয়ে আনে।
৬. Mamaearth Onion Hair Fall Shampoo
প্রোডাক্টটি দাবি করে
এশিয়ার প্রথম মেডসেফ সার্টিফাইড টক্সিন মুক্ত এই ব্র্যান্ডের শ্যাম্পুতে আছে পেয়াঁজের তেল, যা স্ক্যাল্পে ভালোভাবে রক্ত সঞ্চালন হতে সাহায্য করে । যাদের চুলে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে, তারাও এটি ব্যবহার করতে পারেন।
সুবিধা
- পেয়াঁজের গুণ যুক্ত
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলে ব্যবহার করা যায়
- কেরাটিন উপস্থিত।
৭. Biotique Bio Kelp Fresh Growth Protein Shampoo
প্রোডাক্টটি দাবি করে
এই শ্যাম্পুটি স্ক্যাল্প পরিষ্কার রাখার সাথে সাথে চুলকে করে তোলে ঝলমলে ও উজ্জ্বল। বায়োটিক মূলত আয়ুর্বেদিক প্রোডাক্ট হিসাবে বাজারে বেশি পরিচিত। এই শ্যাম্পুটি স্ক্যাল্পের চুলকানি কমায়।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- পশুদের ওপর পরীক্ষিত নয়
- সহজেই বাজারে পাওয়া যায়
- দাম সাধ্যের মধ্যে।
৮. Himalaya Anti Hair Fall Shampoo
প্রোডাক্টটি দাবি করে
হিমালয়া অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটি চুল পড়া রোধ করে ও চুলকে গোড়া থেকে মজবুত ও মোলায়েম। এটি নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্পের চুলকানি কমে যায়। টি ট্রি অয়েল থাকার জন্য এটি স্ক্যাল্পকে ইনফেকশন থেকে বাঁচায়।
সুবিধা
- দাম সাধ্যের মধ্যে
- সহজেই বাজারে কিনতে পাওয়া যায়
- চুলকানি রোধ করে
- স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে।
৯. Dove Healthy Ritual for Growing Hair Shampoo
প্রোডাক্টটি দাবি করে
এই শ্যাম্পুটি আপনার চুলকে করে তোলে সজীব ও মোলায়েম। এটি চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এটি একবার ব্যবহার করলেই আপনি এর ফল দেখতে পাবেন।
সুবিধা
- চুলকে সজীব ও মোলায়েম রাখে
- চুল পড়া কমায়
- চুলের জৌলুশ ফিরিয়ে আনে।
অসুবিধা
- সালফেট যুক্ত।
১০. StBotanica Coconut Oil & Bamboo Hair Strengthening Shampoo
প্রোডাক্টটি দাবি করে
নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল যুক্ত এই শ্যাম্পু মহিলা ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন। এটি স্ক্যাল্পকে খুব ভালোভাবে পরিষ্কার করে কারণ এটি বাঁশের গুণ সম্পন্ন।
সুবিধা
- নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল যুক্ত
- বাঁশের নির্যাস যুক্ত
- সয়াবিনের প্রোটিন আছে
- চুলকে চকচকে করে তোলে।
১১. Oriental Botanics Red Onion Hair Shampoo
প্রোডাক্টটি দাবি করে
কফি, পেয়াঁজের তেল, আমলকি, নিম, গ্রীন টি ইত্যাদির গুণসম্পন্ন এই শ্যাম্পুটি আপনার স্ক্যাল্পকে রাখে পরিষ্কার। ক্ষতিকারক রাসয়নিকহীন এটি।
সুবিধা
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- অলিভ অয়েল যুক্ত
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত।
১২. Himalayan Organics Bhringraj Shampoo
চুলের জন্য উপকারী ভৃঙ্গরাজ গাছের গুণযুক্ত শ্যাম্পুটি স্ক্যাল্পের চুলকানি ভাব কমায় ও চুল পড়া রোধ করে। চুলকে স্বাস্থ্যকর করে তোলার পাশাপাশি চুলকে দৈর্ঘ্যে বাড়তে সাহায্য করে।
সুবিধা
- ভৃঙ্গরাজ গাছের গুণযুক্ত
- মহিলা ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য
- চুলকে দৈর্ঘ্যে বাড়তে সাহায্য করে
- চুল পড়া রোধ করে।
১৩. The Yogi Red Onion Shampoo for Hair Growth
প্রোডাক্টটি দাবি করে
আমলকি ও ব্রাহ্মী শাক দিয়ে তৈরী এই শ্যাম্পুটি চুল থেকে খুশকি দূর করতে, চুলকে সাদা হওয়ার থেকে বাঁচাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের রস থাকে বলে এটি চুল পড়াও রোধ করে ও স্ক্যাল্পকে শুষ্ক হওয়ার থেকেও বাঁচায়।
সুবিধা
- আর্গন অয়েল যুক্ত
- প্যারাবেন মুক্ত
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- কোনো পুশুর ওপর পরীক্ষিত নয়।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় একটু বেশি।
১৪. Trycone Onion Shampoo
প্রোডাক্টটি দাবি করে
পেঁয়াজের নির্যাস ও ভিটামিন ই সমৃদ্ধ শ্যাম্পুটি চুল পড়া কমিয়ে চুলকে স্বাস্থ্যময় করে তোলে। স্ক্যাল্পকে নানা ইনফেকশন থেকে বাঁচিয়ে খুশকি মুক্ত করতে সাহায্য করে।
সুবিধা
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক মুক্ত
- আর্গন অয়েল যুক্ত
- নিয়মিত ব্যবহার করা যায়
- চুলের বৃদ্ধিতে উপযোগী
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
১৫. Indus Valley Bio Organic Natural Growout Shampoo
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই শ্যাম্পুটি চুল পড়া কমিয়ে স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে।
সুবিধা
- টক্সিন মুক্ত
- চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করে
- স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে।
অসুবিধা
- শ্যাম্পুটি ঠিক কি কি উপাদান দিয়ে তৈরী উল্লেখ নেই।
১৬. Khadi Global Anti Hair Loss and Hair Growth Stimulating Shampoo
প্রোডাক্টটি দাবি করে
খাদির এই শ্যাম্পুটিতে কেরাটিন ও বায়োটিন থাকে। তাই খুব সহজেই এটি চুল পড়া কমাতে সাহায্য করে এবং এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করলে আপনি পুরোপুরি ভাবে চুল পড়ার সমস্যার থেকে মুক্তি পেতে পারেন।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- প্যারাবেন মুক্ত
- সালফেট মুক্ত
- আয়ুর্বেদিক প্রোডাক্ট।
অসুবিধা
- বাজারে সহজে পাওয়া যায় না।
১৭. WOW Apple Cider Vinegar No Parabens & Sulphate Shampoo
প্রোডাক্টটি দাবি করে
ওয়াও – এর এই শ্যাম্পু শুকনো স্ক্যাল্পকে সারিয়ে তোলে। টি ট্রি অয়েল থাকার জন্য এটি খুশকি দূর করে ও স্ক্যাল্পের চুলকানি কমায় । এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে চুলের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- সালফেট মুক্ত
- প্রাকৃতিক নির্যাসের দ্বারা তৈরী
- এর ফর্মুলাটি USA -তে তৈরি।
অসুবিধা
- শুষ্ক ধরণের চুলের জন্য উপযোগী নয়।
চুল লম্বা করার শ্যাম্পুতে কি কি থাকা প্রয়োজনীয় ?
চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে শ্যাম্পুতে যে যে উপাদান থাকা প্রয়োজন তা উল্লেখ করা হল।
- ভিটামিন ই
- এসেনশিয়াল অয়েল
- পেয়াঁজের রস বা তেল
- ভৃঙ্গরাজ গাছের নির্যাস
- জবা গাছের নির্যাস।
তবে মনে রাখবেন, শ্যাম্পু ঘনঘন পরিবর্তন করবেন না। আপনি যদি চুল লম্বা করার জন্য একটি সঠিক শ্যাম্পুর খোঁজে আছেন, তাহলে অবশ্যই উপরে উল্লেখিত বাজার সেরা কিছু শ্যাম্পুর সম্পর্কে পড়ে নিন ও আপনি আপনার পছন্দ মতো শ্যাম্পু বাছাই করে নিন। নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।