
চুল বাড়ানোর জন্য ২১টি তেল – Best Hair Growth Oils Names in Bengali
একরাশ ঝলমলে চুল পাওয়ার ইচ্ছে সবারই থাকে। তাই চুলকে স্বাস্থ্যময় করে তোলা অত্যন্ত প্রয়োজন। এর উপায় হল আপনার চুলের ধরণ অনুযায়ী সঠিক তেল কিনে তা দিয়ে নিয়মিত চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করা। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ডিপ কন্ডিশনিং থেকে শুরু করে শরীর-মনে শান্তি আনে, চাপ মুক্ত হওয়া যায়।
মনে রাখবেন, প্রথমেই আপনাকে জানতে হবে আপনার চুলের সমস্যাটি আসলে কি? বা আপনার ঠিক কী কারণে চুল পড়ে বা চুল দ্রুত বাড়ে না। বাজারে অনেক চুল বাড়ানোর জন্য অনেক তেল রয়েছে, কিন্তু তার কোনও সঠিক প্রমাণ নেই। তাই কোন তেলে কী-কী গুণ আছে সেগুলি দেখতে হবে এবং বুঝতে হবে কোন তেলটি আপনার জন্য সঠিক। তাই তেল বাছাই করার এই প্রক্রিয়া সহজ করার জন্য আমাদের এই প্রতিবেদনে কিছু বাজার সেরা চুল লম্বা করার তেলের তালিকা ও তাদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল।
চুল বাড়ানোর জন্য ২১টি তেলের তালিকা
১. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil
প্রোডাক্টটি দাবি করে
বায়োটিকের এই তেল ভৃঙ্গরাজ, মেথি, আমলকি, নারকেল তেল, ছাগলের দুধ ইত্যাদি দিয়ে তৈরী। এইসব প্রাকৃতিক নির্যাসের উপস্থিতির জন্য এই তেল চুলকে স্বাস্থ্যময় করে তোলে। এই প্রোডাক্টটি দাবি করে এটি চুলকে বাড়তে ও অকালে চুলকে সাদা হওয়ার থেকে বাঁচায়।
সুবিধা
- খুবই হালকা ধরণের
- চিটচিটে নয়
- রুক্ষ চুলের জন্য উপযোগী
- চুল পড়া কমায়
- দাম সাধ্যের মধ্যে
- হালকা মিষ্টি ধরণের গন্ধযুক্ত।
২. Indulekha Bhringa Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
সালফেট-ফ্রী এই তেল চুলের বৃদ্ধিতে ও চুলকে মজবুত রাখতে সাহায্য করে। চুলের পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে খুশকি মুক্ত করে।
সুবিধা
- চুল পড়া প্রতিরোধ করে
- ভৃঙ্গরাজ গাছের গুণযুক্ত
- চুলকে খুশকি দূর করে
- চুলকে মজবুত করে।
৩. Khadi Natural Rosemary And Henna Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেলটিতে হেনা থাকায় চুলে পুষ্টি যোগায় এবং রোজমেরি উপস্থিত থাকার জন্য যে কোনও ইনফেকশনের হাত থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। যাদের চুলের নিচের অংশ ফাটে অর্থাৎ স্প্লিট এন্ডস হয় তাদের জন্য এটি উপযোগী।
সুবিধা
- রুক্ষ চুলের জন্য উপযোগী
- চুলকে মোলায়েম রাখে
- চুল বাড়াতে সাহায্য করে
- চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে’
- প্যারাবেন ও মিনারেল অয়েল মুক্ত
- তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়।
৪. Rey Naturals Cold Pressed Castor Oil
প্রোডাক্টটি দাবি করে
ফ্যাটি অ্যাসিড যুক্ত এই ক্যাস্টর অয়েল প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী। ভালো ফল পেতে এটি মেখে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দিন, পারলে এর সাথে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মাথায় ম্যাসাজ করে নিন ও সারা রাত রেখে পরেরদিন শ্যাম্পু করে নিন।
সুবিধা
- মহিলা ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন।
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- প্যারাবেন ও SLS মুক্ত
- স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
৫. Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
অ্যালো ভেরা যুক্ত এই নারকেল তেল দাবি করে এক মাস নিয়মিত ব্যবহার করলে চুলকে তিন গুণ বেশি বৃদ্ধি করে। এটি চুলকে নরম ও মোলায়েম রাখে।
সুবিধা
- চুলকে বৃদ্ধিতে সাহায্য করে
- চুলকে নরম ও মোলায়েম রাখে
- মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন।
অসুবিধা
- মিনারেল অয়েল যুক্ত।
৬. Mamaearth 100% Pure Castor Oil
প্রোডাক্টটি দাবি করে
এটি চুলকে বাড়ানোর পাশাপাশি ত্বককেও স্বাস্থ্যকর করে তোলে। ফ্যাটি অ্যাসিড যুক্ত এই ক্যাস্টর অয়েল আপনার চুলের দৈর্ঘ্য বাড়ানোর পাশাপাশি চুলকে করে তোলে চকচকে ও সজীব।
সুবিধা
- প্যারাবেন ও SLS মুক্ত
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- সব ধরণের চুলের জন্য উপযোগী
- নিয়মিত ব্যবহার করা যায়।
অসুবিধা
- এই ব্র্যান্ডের অন্যান্য তেলের বেশি জনপ্রিয়তার জন্য এই ব্র্যান্ডের যে ক্যাস্টর অয়েল আছে অনেকেই জানেন না।
৭. Kesh King Ayurvedic Anti Hairfall Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
মেথি, আমলকি, ভৃঙ্গরাজ ইত্যাদি গাছের গুণযুক্ত এই তেল চুলকে খুশকি মুক্ত করে ও অকালে চুল পাকতে দেয় না। চুল পড়া রোধ করে স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে।
সুবিধা
- চুল পড়া রোধ করে
- মেথি, আমলকি, ভৃঙ্গরাজ ইত্যাদি গাছের গুণযুক্ত
- প্যারাবেন ও SLS মুক্ত
- চুল বাড়াতে সাহায্য করে।
অসুবিধা
- গন্ধটি উগ্র।
৮. Himalaya Herbals Anti Hair Fall Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
চুলের গোড়াকে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায়। ভৃঙ্গরাজ থাকায় চুলকে আরও সজীব করে তোলে। এই তেলটি বহু বছর ধরে বাজারে পাওয়া যায় ও চুলকে মজবুত করতে সাহায্য করে।
সুবিধা
- চিটচিটে নয়
- চুল পড়া কমায়
- চুলকে সজীব রাখে।
অসুবিধা
- ফল পেতে বেশ কিছুদিন সময় লাগে।
৯. Hair & Care Fruit Oils Green
প্রোডাক্টটি দাবি করে
ফলের নির্যাসযুক্ত এই তেল চুলকে বাড়তে সাহায্য করার পাশাপাশি চুলকে মোলায়েম রাখে।
সুবিধা
- চুলকে বাড়তে দেয়
- চিটচিটে নয়
- মাল্টি ভিটামিন যুক্ত
অসুবিধা
- কৃত্তিম রঙ যুক্ত।
১০. Aromatique Rosemary Essential Oil
প্রোডাক্টটি দাবি করে
এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরী এই তেল চুলের দৈর্ঘ্য বৃদ্ধিতে উপযোগী। স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তুলে চুলের হারানো জৌলুশ ফিরিয়ে আনে।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- নতুন চুল গজাতে সাহায্য করে
- চুল পড়া কমায়
- স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
১১. Sesa Ayurvedic Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
আয়ুর্বেদিক এই তেল চুলের দৈর্ঘ্য বৃদ্ধির পাশাপাশি চুলকে ঝলমলে করে তোলে। এটি স্ক্যাল্পে ম্যাসাজ করলে ঠান্ডা ও শান্তি ভাব অনুভূত হয়।
সুবিধা
- ভিটামিন ও মিনারেল যুক্ত
- নারকেল তেলের গুণ আছে
- চুলকে বাড়তে সাহায্য করে।
অসুবিধা
- উগ্র গন্ধ যুক্ত।
১২. Soulflower Olive Oil
প্রোডাক্টটি দাবি করে
প্রচণ্ড রুক্ষ চুল এবং স্ক্যাল্প খুব শুষ্ক হলে এই তেলটি খুবই ভালো ফল দেবে। এই তেলে ভিটামিন ই, কে, ডি-থ্রি উপস্থিত থাকায় এটি যা চুল পড়া কমায় এবং চুলকে উজ্জ্বল ও মজবুত করে তোলে। এই অলিভ অয়েল চুলকে মসৃণ করতে সাহায্য করে ও এটি দিয়ে ম্যাসাজ করলে স্ক্যাল্প পুষ্টিলাভ করে।
সুবিধা
- হালকা ধরণের
- রুক্ষ চুলের জন্য উপযুক্ত
- চিটচিটে নয়
- চুলের আর্দ্রতা বজায় রাখে
- চুল পড়া কমায়।
অসুবিধা
- ফল পেতে বেশ কিছুদিন সময় লাগে।
১৩. Newish® Onion Black Seed Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেল খুশকি কমাতে ও চুল পড়া রোধ করে। চুলের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে।
সুবিধা
- পেঁয়াজের তেল, আমলকি,মেথি, নারকেল তেল ইত্যাদির গুণসম্পন্ন
- সব ধরণের চুলের জন্য উপযোগী
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসয়নিক নেই।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
১৪. WOW Skin Science Onion Black Seed Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
আমন্ড, ক্যাস্টর, জোজোবা, অলিভ ও নারকেল তেল দ্বারা তৈরি এই তেলটি চুলকে পুষ্টি যোগান দেয় ও চুলকে স্বাস্থ্যময় করে তোলে। চুলকে মসৃণ রেখে চুলে জট বাঁধতে দেয় না ও চুলকে মোলায়েম রাখে।
সুবিধা
- চুলকে মসৃণ রেখে চুলে জট বাঁধতে দেয় না
- চুলে পুষ্টি জোগায়
- চুল পড়তে প্রতিরোধ করে।
অসুবিধা
- পেয়াঁজে অ্যালার্জি থাকলে না ব্যবহার করাই ভালো।
১৫. Luxura Sciences Onion Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
সব ধরণের চুলের জন্য উপযোগী এই তেল চুলকে মসৃন ও গোড়া থেকে মজবুত করে। চুল পড়া কমাতে সাহায্য করে।
সুবিধা
- পেঁয়াজের তেলের গুণ যুক্ত
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসয়নিক নেই
- নতুন চুল গজাতে সাহায্য করে।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
১৬. Mamaearth Onion Oil for Hair Growth & Hair Fall Control
প্রোডাক্টটি দাবি করে
এই তেলটি চুল পড়া কম করে স্ক্যাল্পকে স্বাস্থ্যকর করে তোলে। নতুন চুল গজাতেও এটি সাহায্য করে। কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলেও এই তেল ব্যবহার করতে পারেন।
সুবিধা
- পেঁয়াজের তেলের গুণ যুক্ত
- প্যারাবেন ও অন্যান্য ক্ষতিকারক রাসয়নিক নেই
- নতুন চুল গজাতে সাহায্য করে
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা।
অসুবিধা
- পেয়াঁজে অ্যালার্জি থাকলে না ব্যবহার করাই ভালো।
১৭. Positive Root Therapy + Advanced Onion Oil
প্রোডাক্টটি দাবি করে
এটি নিয়মিত ব্যবহার করলে চুলকে খুশকি মুক্ত করতে সাহায্য করে। চুলের আদ্রতা বজায় রেখে চুলকে সজীব রাখে। অকালে চুল পাকতে বাধা দেয় এই তেল।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- প্রো-সালফার ফর্মুলা যুক্ত
- শুষ্ক স্ক্যাল্পকে সজীব করে তোলে।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
১৮. Indus Valley Bio Organic Hair Growth Oil
প্রোডাক্টটি দাবি করে
এই অর্গানিক তেলটি চুলের স্বাস্থ্য ফেরাতে উপযোগী। এই তেল দিয়ে স্ক্যল্পে ম্যাসাজ করলে চুল পড়া কমে ও নতুন চুল গজাতেও সাহায্য করে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান উপস্থিত থাকায় খুশকি হওয়া রোধ করে।
সুবিধা
- তাড়াতাড়ি ফল দেখায়
- খুশকি দূর করে
- অর্গানিক প্রোডাক্ট
- চুলকে চকচকে করে।
অসুবিধা
- গন্ধটি অনেকের পছন্দ হয় না।
১৯. Seven Skies Onion Hair Growth Oil
প্রোডাক্টটি দাবি করে
সব ধরণের চুলের জন্য উপযোগী এই তেলটি চুল বাড়াতে সাহায্য করে। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই তেল আপনার চুল পড়া রোধ করতে সক্ষম।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- চুলকে স্বাস্থ্যকর করে তোলে
- সব ধরনের চুলের জন্য উপযোগী।
অসুবিধা
- ব্র্যান্ডটি পরিচিত নয়।
২০. Trichup Hair Fall Control Herbal Hair Oil
প্রোডাক্টটি দাবি করে
এই হার্বাল তেলটি বিভিন্ন প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এবং চুলকে গোড়া থেকে মজবুত করে লাস্যময় করে তোলে। চুলের ও স্ক্যাল্পের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সাহায্য করে।
সুবিধা
- চুলকে মোলায়েম ও মসৃণ করে
- সব ধরণের চুলের জন্য ব্যবহার করা যায়
- তাড়াতাড়ি ফল পাওয়া যায়
- দাম সাধ্যের মধ্যে।
অসুবিধা
- গন্ধটি সবার পছন্দ হয় না
- তেলটির ঘনত্ব বেশি।
২১. Aroma Magic Stimulate Oil
প্রোডাক্টটি দাবি করে
এই তেল দিয়ে নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও চুল পড়া প্রতিরোধ করে। এটি মাখার পর বেশ ঠান্ডা ভাব অনুভূত হয়। স্ক্যাল্প ইনফেকশন হতে বাধা দেয় এই তেল।
সুবিধা
- চুল পড়া প্রতিরোধ করে
- চুলের সাধারণ রঙকে ধরে রাখে
- স্ক্যাল্প ইনফেকশন হতে বাধা দেয়
- চুলের বৃদ্ধিতে সাহায্য করে
- অনেক কম তেলেই কাজ হয়ে যায়।
অসুবিধা
- বাজারে সব সময় পাওয়া যায় না।
চুল বাড়ানোর তেল কেনার সময় কি কি মাথায় রাখবেন ?
চুলের ধরণ
তেল কেনার সময় অবশ্যই নিজের চুলের ধরণ সম্পর্কে সচেতন থাকবেন কারণ শুষ্ক চুলই শেষ কথা নয় অনেকের কিছু নিজস্ব অসুবিধা থাকতে পারে ত্বকে। তাই অবশ্যই কেনার সময় তেলে তেলে উপস্থিত উপাদানগুলি ভালোভাবে দেখে নেবেন।
বিশুদ্ধতা
কোন তেল কতটা বিশুদ্ধ ভালোভাবে যাচাই করে নেবেন। শুধুমাত্র তেলের গায়ে লেখা আছে বলে সেটি বিশ্বাস করবেন না। যারা ঐ তেল ব্যবহার করেছে তাদের জিজ্ঞাসা করতে পারেন।
USDA – সার্টিফায়েড
তেল বাছাই করার সময় অবশ্যই লক্ষ করবেন সেটি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) সার্টিফায়েড কিনা, এটিই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অনুমোদিত বিক্রেতা
বাজারে যেমন প্রোডাক্ট পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
সঠিকভাবে মাথায় তেল মাখার উপায়
- প্রথমে চিরুনি দিয়ে চুলের সব জট ছাড়িয়ে নিন।
- তারপর পুরো চুলকে দু’ভাগ করে নিন।
- তরপর আপনার পছন্দমতো তেল নিয়ে তা একটু হালকা গরম করে নিন।
- হাতে তেল নিয়ে আঙুলের ডগা নিয়ে মাথায় হালকা হাতে ম্যাসাজ করবেন ঘড়ির কাঁটা যেদিক দিয়ে ঘোরে সেই অনুযায়ী।
- কমপক্ষে ৩০মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
- নোংরা স্ক্যাল্পে তেল মাখবেন না।
চুলে ও স্ক্যাল্পে তেল ম্যাসাজ করা ভীষণ জরুরি চুল লম্বা করার ক্ষেত্রে। তাই যদি নিজের চুলকে লম্বা ও লাস্যময় করে তুলতে চান তাহলে অবশ্যই উপরে উল্লেখিত তেলগুলির সম্পর্কে পড়ে নিন ও পছন্দমতো তেলটি বেছে নিয়ে নিয়মিত ম্যাসাজ করুন। নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
