তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১১টি সানস্ক্রিন – Names of the best sunscreens for oily skin

আজকাল নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। আসলে এটি মূলত সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচিয়ে ত্বককে পুড়তে দেয় না এবং ভবিষ্যতে যাতে ত্বকের কোনো ক্ষতি না হয় তার থেকেও বাঁচায়। তাই ক্ষতিকর সূর্য রশ্মির থেকে রক্ষা করার জন্য বাজারে প্রচুর ধরণের সানস্ক্রিন পাওয়া যায়। কিন্তু তার মধ্যে বেশিরভাগই ত্বককে তেলতেলে করে দেয়। তাই যাদের তৈলাক্ত ত্বক, তাদের জন্য সানস্ক্রিন বাছাই করা একটু সমস্যার। তাই এই সমস্যা দূর করতে আমাদের এই প্রতিবেদনে ১১টি সেরা সানস্ক্রিনের নাম ও বিবরণ এবং এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।
তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১১টি সানস্ক্রিনের তালিকা
১. Lotus Herbals Safe Sun UV Screen Matte Gel
জেল প্রকৃতির এই সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচায় ও ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে। আপনি এটি মুখে ছাড়া দেহের অন্য অংশেও লাগাতে পারেন।
সুবিধা
- চিটচিটে নয়
- SPF ৫০ যুক্ত
- আয়ুর্বেদিক প্রোডাক্ট
- ম্যাট ফিনিশ দেয়
- প্যারাবেন মুক্ত
- মেক আপ বেস হিসেবেও ব্যবহার করতে পারেন।
২. Neutrogena Ultra Sheer
ওয়াটারপ্রুফ এই সানস্ক্রিন SPF৫০ যুক্ত হওয়ায় আপনার ত্বককে UV A ও B রশ্মির থেকে বাঁচায়। এটি সহজেই ত্বকের সাথে মিশে যায় ও ত্বককে তেলতেলে হতে দেয় না।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- ত্বককে আদ্র রাখে
- প্যারাবেন মুক্ত
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
৩. Biotique Bio Sandalwood 50+ SPF UVA/UVB Sunscreen Ultra Soothing Face Lotion
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সানস্ক্রিনে চন্দন, মধু, জাফরান ও অর্জুন গাছের চালের নির্যাস থাকায় এটি ত্বককে রাখে মোলায়েম ও সজীব। এটি ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ায় আপনি সুইমিং করার সময়ও এটি অনায়াসে মাখতে পারেন। এটি ত্বককে আদ্র রাখলেও ত্বকের ওপর সাদা আস্তরণ ফেলে না।
সুবিধা
- ১০০% আয়ুর্বেদিক
- প্যারাবেন মুক্ত
- ওয়াটার রেসিস্ট্যান্ট
- SPF ৫০+ যুক্ত।
৪. WOW Anti Pollution SPF40 Water Resistant No Parabens & Mineral Oil Sunscreen Lotion
এটিতে SPF ৪০ থাকার জন্য সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি ত্বককে পরিবেশের দূষণের হাত থেকেও বাঁচায়। এই ওয়াটার রেসিস্ট্যান্ট সানস্ক্রিনটি ত্বকে পিগমেন্টেশন, দাগছোপ ও বার্ধ্যকের ছাপ পড়তে দেয় না।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল নেই
- SPF ৪০ যুক্ত
- ওয়াটার রেসিস্ট্যান্ট।
৫. Aroma Magic Aloe Vera Sun Screen Gel
তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী এই জেল প্রকৃতির সানস্ক্রিনটি ত্বককে আদ্র রাখার পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে ত্বককে বাঁচায়। এটি মাখলে ঠান্ডা ভাব অনুভূত হয়।
সুবিধা
- প্যারাবেন ও ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত
- বার্ধ্যকের ছাপ পড়তে দেয় না
- ত্বককে তেলতেলে করে না।
অসুবিধা
- SPF ২০ যুক্ত অর্থাৎ কম মাত্রায় থাকে।
৬. Biotique Bio Carrot Face & Body Sun Lotion Spf 40 Uva/Uvb Sunscreen
গাজরের তেল ও অ্যালো ভেরা যুক্ত এই সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থাকে বাঁচানোর পাশাপাশি খুব মোলায়েম রাখে। এটি মাখার পর আপনি অনায়াসে মেক আপ করতে পারেন।
সুবিধা
- মহিলা ও পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- প্যারাবেন মুক্ত
- ত্বককে আদ্র রাখে।
অসুবিধা
- এটি মাখার কিছুক্ষন পর থেকে ঘামের সৃষ্টি হয়।
৭. Clinique Super City Block Ultra Protection SPF 40
উস্ট্রা সান্সস্ক্রিন SPF ৪০ যুক্ত ও ত্বককে UVA ও UVB রশ্মি থেকে রক্ষা করে। এটি মাখলে সহজেই মিশে যায় ত্বকের সাথে ও ত্বকে কোনো আস্তরণের সৃষ্টি করে না।
সুবিধা
- প্যারাবেন ও ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত
- সোডিয়াম লরিয়েল সালফেট (SLS)-মুক্ত
- ত্বক তাড়াতাড়ি শুষে নেয়।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের থেকে বেশি ।
৮. VLCC 3D Youth Boost Sunscreen Gel Creme
ভালো ফল পেতে হলে বাইরে বেরোনোর ১৫ থেকে ২০ মিনিট আগে এটি মাখতে হবে। সব ধরণের ত্বকের জন্য উপযোগী এই সান্সক্রিন জেল প্রকৃতির বলে ত্বককে চটচটে করে না।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- ত্বককে আদ্র রাখে
- সহজেই ত্বকে মিশে যায়।
অসুবিধা
- ভ্রমণের ক্ষেত্রে উপযোগী নয়।
৯. Kaya Clinic Daily Use Sunscreen SPF 30
শুষ্ক ত্বকের জন্য উপযোগী এই সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচায় ও ত্বককে সারাদিন আদ্র রাখে। এটি তাড়াতাড়ি ত্বকে মিশে যায় ও ত্বক শুষে নেয়। ত্বকে কালো ছোপ ও বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয়।
সুবিধা
- তাড়াতাড়ি ত্বকে মিশে যায়
- প্যারাবেন মুক্ত
- ত্বককে উজ্জ্বল রাখে।
- অসুবিধা
- তীব্র গন্ধযুক্ত।
১০. SebaMed Sun Care Lotion
SPF ৫০ যুক্ত এই সানস্ক্রিন ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচানোর পাশাপাশি ত্বককে আদ্র রাখে। এটি ত্বককে ছয় ঘন্টা পর্যন্ত সুরক্ষা দেয়।
সুবিধা
- ত্বক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- ত্বককে মোলায়েম রাখে
- SPF ৫০ যুক্ত
- ত্বককে উজ্জ্বল রাখে।
- অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের থেকে বেশি।
১১. Hierarchy HydraRepair™ Tinted Sunscreen lotion
হালকা ধরণের এই সানস্ক্রিন ত্বককে গ্লসি ফিনিশ দেওয়ার পাশাপাশি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে বাঁচায়। মহিলা ও পুরুষ উভয়েরই ব্যবহার করতে পারে এটি।
সুবিধা
- প্যারাবেন ও ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত
- সোডিয়াম লরিয়েল সালফেট (SLS)-মুক্ত
- ত্বক তাড়াতাড়ি শুষে নেয়
- ভ্রমণের ক্ষেত্রে উপযোগী।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় অনেকটা বেশি।
তৈলাক্ত ত্বকের জন্য কিভাবে সানস্ক্রিন বাছাই করবেন ?
- প্রথমে আপনার ত্বকের ধরণ সঠিকভাবে বুঝুন।
- সানস্ক্রিন কেনার সময় অবশ্যই উপাদানগুলি দেখে কিনবেন, যদি এরকম কোনো উপাদান থাকে যা আপনার অ্যালার্জির সৃষ্টি করে তা কখনোই নেবেন না অন্যের পরামর্শে এসে।
- আপনার ত্বক তৈলাক্ত তাই জেল প্রকৃতির সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
কোনো রকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
কিভাবে তৈলাক্ত ত্বকে সঠিকভাবে সানস্ক্রিন লাগাবেন ?
- প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।
- তারপর পুরো মুখে সানস্ক্রিন লাগান।
- শুকিয়ে এলে নাকের উপর, গালে আরেকবার সানস্ক্রিন লাগিয়ে নিন।
- হাতে ও পায়ের খোলা অংশেও লাগিয়ে নিন সানস্ক্রিন।
- এরপর আপনি মেক আপ করতেই পারেন।
- সানস্ক্রিন লাগানোর অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর বাড়ি থেকে বেরোবেন।
ওপরে উল্লেখ করা হল তৈলাক্ত ত্বকের জন্য কিছু সেরা সানস্ক্রিনের কথা, আপনি আপনার পছন্দমতো বেছে নিন সানস্ক্রিন । যদি আপনি আপনার জন্য সঠিক সানস্ক্রিন খুঁজছেন তাহলে অবশ্যই উপরের তালিকাটি দেখে নেবেন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন।