
লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali
পাতিলেবু ভিটামিন সি এবং অন্যান্য শক্তিশালী পুষ্টির সাথে পরিপূর্ণ। এর রসে ৫% থেকে ৬% সাইট্রিক অ্যাসিড থাকে এবং এর পিএইচ অর্থাৎ ক্ষারীয় মাত্রা থাকে ২.২ ; এটি স্যালাড ড্রেসিংস, ড্রিঙ্কস এবং মাংসে মাখতে বা ম্যারিনেট করতে ব্যবহৃত হয় । কার্ডিওভাসকুলার সুরক্ষার পাশাপাশি ওজন হ্রাস করতে লেবু খুবই উপযোগী বলে জানা যায়।
এই প্রতিবেদনে আমরা পাতিলেবুর গুনাগুণ সম্পর্কে আলোচনা করবো। চলুন শুরু করা যাক।
Table Of Contents
পাতিলেবুর পুষ্টিগুণ
প্রতি এক কাপ লেবুতে( ২১২ গ্রাম ) কি কি পুষ্টিগুণ বর্তমান তা উল্লেখ করা হল (1)।
- ফাইবার ৫.৯ গ্রাম
- ভিটামিন এ ৪৬.৬ IU
- ভিটামিন সি ১১২ মিলিগ্রাম
- ফোলেট ২৩.৩ মিলিগ্রাম
- ক্যালসিয়াম ৫৫.১ মিলিগ্রাম
- আয়রন ১.৩ মিলিগ্রাম
- ফসফরাস ৪০ মিলিগ্রাম
- পটাসিয়াম ২৯৩ মিলিগ্রাম
পাতিলেবুর স্বাস্থ্য উপকারিতা
১. ওজন কমাতে
কিছু গবেষণা দেখা গেছে যে লেবুতে থাকা পলিফেনল স্থূলত্ব বা ওবিসিটি কমাতে সহায়তা করে (2)। এই পলিফেনলগুলি শরীরের ওজন বৃদ্ধি এবং দেহের চর্বি জমে দেয় না বলে জানা যায়।
অন্য একটি সমীক্ষায় দেখা গেছে যে লেবু সাহায্যে তৈরী ডেটক্স ডায়েট (প্লাম সিরাপ ও লেবুর রস) শরীরের চর্বি হ্রাস করতে সহায়তা করে , যার ফলে শরীরের ওজন হ্রাস হয় এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে যায় (3) ।
এছাড়াও বলা হয় যে সকালে গরম লেবু জল পান করা ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ করতে পারে।
২. কিডনি স্টোন সারাতে
লেবুতে সাইট্রেট থাকে, যা কিডনিতে পাথর বা স্টোন হতে বাধা দেয় (4)। তাছাড়া সাইট্রেট বড় পাথরগুলিও ভেঙে দেয় এবং এটি মূত্র রূপে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই লিটার জলে চার আউন্স পাতিলেবুর রস মিশিয়ে পান করলে কিডনিতে পাথর গঠনের হার হ্রাস পেতে পারে (5) । সাইট্রেট ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে এবং পাথর গঠন করতে বাধা দেয়।
৩. ক্যান্সার প্রতিরোধ করতে
কিছু গবেষণায় দেখা গেছে যে লেবু জাতীয় সাইট্রাস ফল খাওয়ার ক্ষেত্রে অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি কম হয় (6)। পেটের ক্যান্সারের ও ঝুঁকি কমাতে উপযোগী এই পাতিলেবু (7)।
৪. হজম ক্ষমতা বাড়ায়
বলা হয় সকালে উঠে লেবুর জল খেলে নাকি তা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে এবং পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে । যদিও এ নিয়ে আরও গবেষণা দরকার। আবার অনেকে দাবি করেন যে লেবুর ডেটক্সিফায়িং গুণ হজমশক্তিকে বাড়িয়ে তুলতে পারে।
৫. হার্টকে স্বাস্থ্যকর করে তোলে
লেবু সহ সাইট্রাস ফলগুলিতে প্রয়োজনীয় ফ্ল্যাভোনয়েড থাকে যা এথেরোস্ক্লেরোসিসের চিকিৎসায় সহায়তা করে। এই উপাদানগুলি দেহে প্রদাহজনক প্রতিক্রিয়াগুলি কমিয়ে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায় (8)।
৬. রক্তাল্পতা কমাতে
লেবুতে থাকা ভিটামিন সি শাক সবজিতে থাকা আয়রন শোষণ করতে পারে। এর ফলে রক্তাল্পতার সমস্যা কমতে পারে । লেবুতে থাকা ভিটামিন সি সামগ্রিকভাবে আয়রন শোষণকে উন্নত করতে সহায়তা করতে পারে (9) ।
Shutterstock
পাতিলেবুর রস কিভাবে বানাবেন ?
একটি পাতিলেবু নিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর কচলিয়ে সব রস বার করে নিন। তারপর এক গ্লাস জল নিয়ে তাতে ওই রস মিশিয়ে স্বাদমতো নুন ও মিষ্টি দিয়ে দিন। তাহলেই লেবুর রস।
কিভাবে অনেকদিন লেবু স্টোর করবেন ?
লেবুগুলিকে একটি এয়ার টাইট প্যাকেটে ফ্রিজে রেখে দিলেই অনেকদিন লেবু সতেজ থাকবে।
পাতিলেবুর পার্শ্ব প্রতিক্রিয়া
সব জিনিসের মতো পাতিলেবুও যদি আপনি বেশি খান তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।
তাহলে নিশ্চয়ই পাতিলেবুর উপকারিতা সম্পর্কে জানলেন ও এরপর থেকে এটি নিজের খাদ্য তালিকায় যোগ করবেন। তবে নিয়মিত খাওয়া শুরু করার আগে ডাক্তাদের সঙ্গে পরামর্শ করে নেবেন।
নিজের যত্ন করুন ও সুস্থ থাকুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী :
বাচ্চাদের জন্য কি পাতিলেবু ভালো ?
হ্যাঁ, তবে অল্প পরিমানে দেবেন।
পাতিলেবু কি ঠান্ডা প্রকৃতির না গরম প্রকৃতির ?
এটিকে গরম প্রকৃতির বলা চলে না। এটি বদহজম দূর করতে উপযোগী।
10 sources
Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.
- Lemons, Raw
https://nutritiondata.self.com/facts/fruits-and-fruit-juices/1936/2 - Lemon Polyphenols Suppress Diet-induced Obesity by Up-Regulation of mRNA Levels of the Enzymes Involved in beta-Oxidation in Mouse White Adipose Tissue
https://pubmed.ncbi.nlm.nih.gov/19015756/ - Lemon detox diet reduced body fat, insulin resistance, and serum hs-CRP level without hematological changes in overweight Korean women
https://pubmed.ncbi.nlm.nih.gov/25912765/ - 6 Easy Ways to Prevent Kidney Stones
https://www.kidney.org/atoz/content/kidneystones_prevent - Five Ways to Prevent Kidney Stones: From Lemonade to Surgery
https://health.ucsd.edu/news/2010/pages/4-22-kidney-stones.aspx - Citrus fruit intake and pancreatic cancer risk: a quantitative systematic review
https://pubmed.ncbi.nlm.nih.gov/18824947/ - Citrus fruit intake and stomach cancer risk: a quantitative systematic review
https://pubmed.ncbi.nlm.nih.gov/18373174/ - Citrus flavonoids and lipid metabolism
https://pubmed.ncbi.nlm.nih.gov/23254473/ - The effects of fruit juices and fruits on the absorption of iron from a rice meal
https://pubmed.ncbi.nlm.nih.gov/3593665/

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
