
পিগমেন্টেশন দূর করার ১০ টি সেরা ক্রিম – 10 Best Pigmentation Removal Creams in Bengali
দাগছোপহীন নির্মল ও সুন্দর ত্বক প্রত্যেকেরই পছন্দ। তাই আমরা সবাই চেষ্টা করি নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করতে ও তা আজীবন ধরে রাখতে। আজকের দিনে পিগমেন্টেশন বা মেচেতার দাগ হলো ত্বকের ক্ষেত্রে এক অন্যতম বড়ো সমস্যা। এই মেচেতার দাগ দেখতে ঠিক ছিটছিট দাগের মতো। যখন এই দাগগুলি অত্যন্ত গাঢ় রং ধারণ করে, তখন এগুলিকে হাইপার-পিগমেন্টেশন ও বলা হয়ে থাকে।
এটি থেকে মুক্তি পেতে বেশ কিছু দিন ধরে কিছু ভালো ক্রিম বা প্রোডাক্ট ব্যবহার করতেই হবে । কিন্তু বাজারে এই ধরণের অনেক ক্রিম পাওয়া যায়, তাই আমরা আপনাকে পিগমেন্টেশন বা মেচেতার দাগ দূর করার ১০টি বাছাই করা ক্রিমের সন্ধান দেব। তাহলে শুরু করা যাক।
মেচেতার দাগ থেকে মুক্তির জন্য ১০টি সেরা ক্রিম
১. মামাআর্থ বাই বাই ব্লেমিসেস ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী এই ক্রিমটি হাইপারপিগমেন্টেশন, ত্বকের বিবর্ণতা, মুখের কালো দাগ ছোপ এবং বয়সের ছাপ দূর করে। এটি আপনার ত্বকের উপর একটি আস্তরণ সৃষ্টি করে যা ত্বককে সূর্যের রশ্মির ও কোলাজেন ভেঙে যাওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে। এই দিনের বেলায় ব্যবহার করার ক্রিমটি অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ যা আপনার ত্বককে মোলায়েম করে তোলে।
সুবিধা
- প্যারাবেন-মুক্ত
- সোডিয়াম লরিয়েল সালফেট (SLS)-মুক্ত
- কোনো মিনারেল অয়েল নেই
- কোনো কৃত্তিম প্রিজারভেটিভ নেই
- এটি মাখলে চটচটে ভাব আসে না
- এটি সব ধরণের ত্বকের জন্যই উপযোগী।
অসুবিধা
কিছু নেই।
২. ওলে ডে ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এই ক্রিমটি বয়সের ছাপের ৭ ধরণের লক্ষণকে রোধ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এই ক্রিমটি আপনি আপনার মেক আপের বেস হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি শুধু ত্বকের পিগমেন্টেশন ও গাঢ় দাগ তুলতে নয় বার্ধ্যকের ছাপ পড়তেও বাধা দেয়।
সুবিধা
- SPF-১৫ যুক্ত
- অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ
- এটি মাখলে চটচটে ভাব আসে না।
অসুবিধা
- প্যারাবেন যুক্ত
- কৃত্তিম গন্ধ যুক্ত।
৩.লোটাস হার্বালস পাপায়াব্লেম ব্লেমিসেস ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এই ক্রিমটি লেবুর ও এপ্রিকট নির্যাস এবং লবঙ্গর তেল দিয়ে তৈরী যা দাগছোপ, মেচেতার দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের যদি কোনো অংশ কালো ও কোনো অংশ ফর্সা থাকে, সেটি সমান করে আপনার ত্বককে উজ্জ্বল করে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্যই উপযোগী
- ত্বককে ট্যান মুক্ত করে
- অল্প দাগছোপ জলদি সারিয়ে তোলে।
অসুবিধা
- লবঙ্গর তেল কিছু ধরণের ত্বকের ক্ষেত্রে ক্ষতিকারক।
৪. কায়া ক্লিনিক পিগমেন্টেশন রেডিউসিং কমপ্লেক্স
প্রোডাক্টটি দাবি করে
এটি রাতের বেলা ব্যবহার করার একটি ক্রিম যা ত্বকের গাঢ় দাগছোপ, ট্যান, বয়সের ছাপ এবং পিগমেন্টেশন কমায়। এই ক্রিম খুব সহজেই ত্বকে মিশে যায় ও ত্বকে কালো ছোপ পড়তে দেয় না। এই প্রোডাক্টটি দাবি করে, এটির কার্যকারিতা মাত্র দুই সপ্তাহেই দেখতে পাওয়া যায়।
সুবিধা
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা তৈরী
- ত্বককে মোলায়েম করে তোলে
- তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকের জন্য উপযোগী।
অসুবিধা
- এটির কার্যকারিতা তখনই প্রকাশ পায় যখন এই ব্র্যান্ডের অন্য প্রোডাক্টের সঙ্গে ব্যবহার করা হয়।
৫. জোভিস অ্যান্টি ব্লেমিস পিগমেন্টেশন ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এই অ্যান্টি ব্লেমিস পিগমেন্টেশন ক্রিম বিভিন্ন ধরণের প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী যা আপনার ত্বককে পরিষ্কার রাখে। ত্বককে বিবর্ণ হতে দেয়না এবং মেচেতার দাগকে হালকা করে। এটির ধরণ তৈলাক্ত হলেও সহজেই ত্বক তা শোষণ করে নেয়।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্যই উপযোগী
- দাম সাধ্যের মধ্যে
- প্যারাবেন-মুক্ত।
অসুবিধা
- সঠিক ভাবে কার্যকারিতা পেতে বেশ কিছু দিন সময় লাগে।
৬. হনেস্ট চয়েস অ্যান্টি ব্লেমিস ফেস ক্রিম ফর মেন অ্যান্ড ওম্যান
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই ক্রিমে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে যা আপনার ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে রোমকূপকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্বকের ট্যান ও মেচেতার দাগকে হালকা করে।
সুবিধা
- ভিটামিন সি থাকায় ত্বককে সতেজ রাখে
- দাগছোপ পড়তে দেয়না
- প্যারাবেন-মুক্ত
- সোডিয়াম লরিয়েল সালফেট (SLS)-মুক্ত।
অসুবিধা
কিছু নেই।
৭. খাদি ন্যাচারাল অ্যান্টি ব্লেমিস ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এটি মেচেতার দাগ ও ত্বকের অন্যান্য দাগছোপ দূর করে। তার সাথে এই ক্রিম আপনার ত্বককে নরম ও মোলায়েম করে তোলে।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (W HO) সম্মত
- সব ধরণের ত্বকের জন্যই উপযোগী।
অসুবিধা
কিছু নেই।
৮. ভাদি হার্বালস লেমনগ্রাস অ্যান্টি পিগমেন্টেশন ম্যাসাজ ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এটি একটি অ্যান্টি-পিগমেন্টেশন ক্রিম যাতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে এবং তাই ত্বকের দাগছোপকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে। উজ্জ্বল ত্বক প্রদান করে।
সুবিধা
- প্যারাবেন-মুক্ত
- কোনো কেমিক্যাল নেই
- অরগ্যানিক প্রোডাক্ট।
অসুবিধা
কিছু নেই।
৯. ভি এল সি সি আয়ুর্বেদ ক্লিয়ার অ্যাকটিভ ডি পিগমেন্টেশন ক্রিম
প্রোডাক্টটি দাবি করে
এই ক্রিমটি ত্বককে পরিবেশের দূষণ ও ক্ষতিকর সূর্য রশ্মির থেকে রক্ষা করে। এটি ক্যারোটিনয়েড সমৃদ্ধ তাই পিগমেন্টেশনকে প্রতিরোধ করে ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।
সুবিধা
- প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী
- প্যারাবেন-মুক্ত
- সব ধরণের ত্বকের জন্যই উপযোগী
- কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই।
অসুবিধা
- তীব্র গন্ধ-যুক্ত
- সঠিক ভাবে কার্যকারিতা পেতে বেশ কিছু দিন সময় লাগে।
১০. নেটিও এজলেস ডেইলি ময়েশ্চারাইজার
প্রোডাক্টটি দাবি করে
বিভিন্ন রকমের এসেনশিয়াল অয়েল থাকায় এটি ত্বককে মোলায়েম ও ত্বকের আদ্রতা বজায় রাখে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকে পিগমেন্টেশন হতে ও বয়সের চাপ পড়তে বাধা দেয় এই ক্রিম।
সুবিধা
- SPF-৩০ যুক্ত
- ল্যাভেন্ডার অয়েল থাকে।
অসুবিধা
কিছু নেই।
পিগমেন্টেশন দূর করার ক্রিমে কি কি উপাদান থাকা দরকার
১. ভিটামিন সি
২. এসেনশিয়াল অয়েল
৩. ভিটামিন এ
৪. অ্যাজ়েলাইক অ্যাসিড
৫. প্রাকৃতিক নির্যাস
পিগমেন্টেশন ক্রিম ব্যবহার করার কিছু টিপস
- যখন পিগমেন্টেশন দূর করার ক্রিম কিনবেন অবশ্যই নিজের ত্বকের ধরণ মনে রাখবেন।
- কেনার সময় ক্রিমে উপস্থিত উপাদানগুলি ভালোভাবে দেখে নিয়ে কোনটি আপনার ত্বকের জন্য সঠিক সেটি বেছে নিন ।
- নিয়মিত আপনার বাছাই করা ক্রিমটি ব্যবহার করুন।
- এই ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই একবার ত্বকে পরীক্ষা করে নিন, যাতে কোনোরকম অ্যালার্জি না হয় ব্যবহার করার পর।
- যদি কোনোরকম অ্যালার্জি দেখা দেয় অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
ওপরে উল্লেখিত ক্রিমগুলি প্রত্যেকটিই মেচেতার দাগ দূর করতে সক্ষম, তাই ত্বকের ধরণ অনুযায়ী ক্রিম বাছাই করে নিন। যদি আপনি এই পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলির সম্পর্কে পড়ে নেবেন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
