
১৭টি সেরা অ্যালো ভেরা জেল – 17 Best Aloe Vera Gel Names In Bengali
অ্যালো ভেরা বা ঘৃতকুমারী জেল প্রত্যেকের জন্য সত্যিই খুবই উপকারী। আমরা সবাই সুন্দর চুল ও ত্বক পেতে চাই, আর এক্ষেত্রে অ্যালো ভেরা জেল হল অনবদ্য। চুল ও ত্বক উভয়ের জন্য প্রযোজ্য এই অ্যালো ভেরা জেল। বাজারে অনেক ব্র্যান্ডের অ্যালো ভেরা জেল পাওয়া যায়, তাই অনেকেই এটি সঠিক বাছাই করে উঠতে পারেন না। তাই যাতে আপনার চাহিদা অনুযায়ী সঠিক অ্যালো ভেরা জেল কিনতে পারেন, তাই আমাদের এই প্রতিবেদন।
এখন জেনে নিন কেন চুল ও ত্বকের পরিচর্যার জন্য অ্যালো ভেরা জেল প্রয়োজনীয়।
চুল ও ত্বকের পরিচর্যার কেন জন্য অ্যালো ভেরা জেল প্রয়োজনীয়
ত্বকের ক্ষেত্রে (১)
- উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে
- ব্রণ কমায়
- বলিরেখা দূর করে
- ত্বকের ট্যান কমায়
- ত্বকে কেটে গেলে ব্যবহার করতে পারেন
- স্ট্রেচ মার্কস কমায়।
চুলের ক্ষেত্রে (১)
- চুলের বৃদ্ধিতে সাহায্য করে
- খুশকি দূর করে
- চুলকে মোলায়েম রাখে।
এবার বাজার সেরা ১৭টি সেরা অ্যালো ভেরা জেলের সম্পর্কে পড়ুন।
বাজার সেরা ১৭টি সেরা অ্যালো ভেরা জেলের তালিকা
১. WOW Aloe Vera Multipurpose Beauty Gel for Skin and Hair
প্রোডাক্টটি দাবি করে
ভিটামিন এ, সি, বি ১২ এবং ফলিক অ্যাসিড যুক্ত এই অ্যালো ভেরা জেল ত্বক ও চুলকে মোলায়েম রাখে। এটি তৈরী হয় ভালো জাতের অ্যালো ভেরা গাছের পাতা থেকে যা আপনার চুল ও ত্বককে স্বাস্থ্যময় করে তোলে নিয়মিত ব্যবহার করলে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- হালকা ধরণের
- সহজেই ত্বকে মিশে যায়
- প্যারাবেন মুক্ত
- সিলিকন মুক্ত
- সালফেট মুক্ত
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং।
২. Mamaearth Aloe Vera Gel For Face, with Pure Aloe Vera & Vitamin E for Skin and Hair
প্রোডাক্টটি দাবি করে
ত্বককে আদ্র রাখার পাশাপাশি এটি ত্বক রোদে পুড়ে গেলে বা শেভ করতে গিয়ে কেটে গেলে সারাতে পারে। ভিটামিন ই যুক্ত এই জেল স্ক্যাল্পকে স্বাস্থ্যময় করে তুলে চুলকে মসৃণ রাখে। নিয়মিত ব্যবহার করলে খুশকি কমাতে সাহায্য করে।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- সিলিকন মুক্ত
- সালফেট মুক্ত
- সহজেই ত্বকে মিশে যায়
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- কৃত্তিম রং নেই।
৩. Indus Valley Bio Organic Non-Toxic Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
এটি আপনার ত্বককে ভেতর থেকে সজীব করে ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে ও
ত্বককে চকচকে রাখে। নন-টক্সিক এই অ্যালো ভেরা জেল চুলের ও ত্বকের রোগ সারাতেও সক্ষম।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- হালকা ধরণের
- সহজেই ত্বকে মিশে যায়
- নিয়মিত ব্যবহার করা যায়
- নন-টক্সিক
- দাম সাধ্যের মধ্যে
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
- কোনো রকম রং মিশ্রিত নয়।
- অসুবিধা
- সেনসিটিভ ত্বক হলে সমস্যা হতে পারে।
৪. Khadi Natural Ayurvedic Aloevera Gel
প্রোডাক্টটি দাবি করে
ত্বককে এটি একদমই চিটচিটে ভাব আসতে দেয় না ও সহজেই ত্বকের সাথে মিশে যায়। তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপযোগী। এই হালকা প্রকৃতির জেলটি ত্বককে পরিবেশের দূষণের থেকে বাঁচায় ও ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয়।
সুবিধা
- কোনো রকম রং মিশ্রিত নয়
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- হালকা ধরণের
- সহজেই ত্বকে মিশে যায়
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত।
- অসুবিধা
- গন্ধটি তীব্র ধরণের।
৫. Lakmé 9 to 5 Naturale Aloe Aquagel
প্রোডাক্টটি দাবি করে
এই অ্যালো ভেরা জেল ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে মোলায়েম রাখে। এটি ত্বককে পরিবেশের দূষণের হাত থেকে রক্ষা করে। মেক আপের সময় প্রাইমার হিসেবেও ব্যবহার করতে পারেন এই জেলকে। নিয়মিত ব্যবহার করলে ত্বককে উজ্জ্বল রাখে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- নিয়মিত ব্যবহার করা যায়
- ত্বককে মোলায়েম রাখে
- হালকা ধরণের
- সহজেই ত্বকে মিশে যায়
- মেক আপের সময় প্রাইমার হিসেবে ব্যবহার করা যায়
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
- অসুবিধা
- কৃত্তিম গন্ধযুক্ত।
৬. UrbanBotanics 99% Pure Aloe Vera Skin/Hair Gel
প্রোডাক্টটি দাবি করে
অরগ্যানিক এই অ্যালো ভেরা জেলটি অল্প কেটে গেলে বা কোনো পোকা কামড়ে দিলে তা সারাতে সক্ষম। ত্বকে বার্ধ্যকের ছাপ, ব্রণর দাগছোপ পড়তে দেয় না এবং ত্বককে মোলায়েম রাখে।
সুবিধা
- তাড়াতাড়ি ত্বক শুষে নেয়
- চিটচিটে নয়
- অ্যালকোহল নেই
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
- কৃত্তিম রং বিহীন।
অসুবিধা
- দাম বেশি অন্য প্রোডাক্টের তুলনায়
- সেনসিটিভ ত্বক হলে সমস্যা হতে পারে।
৭. ST. D’VENCE Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
রোদে পুড়ে গেলে, পোকা কামড়ালে, চুলকানি হলে সারানোর জন্য এই অ্যালো ভেরা জেল ব্যবহার করা যায়। ভিটামিন ই যুক্ত এই জেল ত্বককে শুষ্ক হওয়ার থেকে বাঁচায় ও ত্বককে মসৃণ করে।
সুবিধা
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত
- সালফেট মুক্ত
- মিনারেল অয়েল নেই
- হাইপোঅ্যালার্জেনিক
- ক্ষতিকারক কেমিক্যাল নেই।
অসুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী নয়
- কৃত্তিম রং যুক্ত
- কৃত্তিম গন্ধযুক্ত।
৮. Green Leaf Pure Aloe Vera Skin Gel
প্রোডাক্টটি দাবি করে
এই অ্যালো ভেরা জেলটি নিয়মিত মাখলে ত্বকে নতুন কোষ গঠন করতে সাহায্য করে। অ্যাকনে, সানবার্ন, অল্প কেটে গেলে, ফুসকুড়ি হলে তা সারানোর জন্য এটি ব্যবহার করা যায়।
সুবিধা
- হালকা ধরণের
- সহজেই ত্বকে মিশে যায়
- মেক আপের সময় প্রাইমার হিসেবে ব্যবহার করা যায়
- ভ্রমণের জন্য উপযুক্ত প্যাকেজিং
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- দাম সাধ্যের মধ্যে।
অসুবিধা
- শুষ্ক ত্বককে আদ্র রাখতে পারে না
- কৃত্তিম রং যুক্ত
- কৃত্তিম গন্ধযুক্ত।
৯. Greenberry Organics 99% Pure Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
নিয়মিত ব্যবহারযোগ্য এই জেল ত্বককে মোলায়েম রাখে কিন্তু চিটচিটে ভাব আসে না। ভিটামিন ই যুক্ত অ্যালো ভেরা জেলটি ত্বক ও চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যময় করে তোলে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- সহজেই ত্বকে মিশে যায়
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত।
অসুবিধা
- দাম বেশি অন্য প্রোডাক্টের তুলনায়
- সেনসিটিভ ত্বক হলে সমস্যা হতে পারে
- কৃত্তিম গন্ধযুক্ত।
১০. Aroma Treasures Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
এটি চুল ও ত্বক উভয়ের যত্নের ক্ষেত্রে উপযোগী। মেক আপের প্রাইমার হিসাবে ও আফটার শেভ জেল হিসাবে এটি ব্যবহার করা হয় । ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- ক্ষতিকারক কেমিক্যাল নেই
- দাম সাধ্যের মধ্যে
- সহজেই ত্বকে মিশে যায়
- প্যারাবেন মুক্ত।
অসুবিধা
- প্যাকেজিং ভালো নয়
- কৃত্তিম রংযুক্ত
- কৃত্তিম গন্ধযুক্ত।
১১. The Faceshop Jeju Aloe Fresh Soothing Gel
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই অ্যালো ভেরা জেল ত্বককে মসৃণ করে। রোদে পুড়ে গেলে ও যে কোনো ফেস প্যাকে এটি ব্যবহার করা যেতে পারে।
সুবিধা
- মিনারেল অয়েল নেই
- প্যারাবেন মুক্ত
- কৃত্তিম রং হীন
- চিটচিটে নয়।
অসুবিধা
- নন-অরগ্যানিক
- কৃত্তিম গন্ধযুক্ত
- শুষ্ক ত্বককে আদ্র রাখতে পারে না।
১২. Cenizas 99% Pure Paraben Free Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
মহিলা ও পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য এই জেল চুল ও ত্বককে মোলায়েম রাখতে সাহায্য করে। চুলের খুশকি দূর করতে ও চুলকে স্বাস্থ্যময় করে তোলে। ত্বকের ডাগছোপ কমায়।
সুবিধা
- সালফেট মুক্ত
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত।
অসুবিধা
- কৃত্তিম গন্ধযুক্ত
- শুষ্ক ত্বককে আদ্র রাখতে পারে না
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী নয়।
১৩. Amara Organics Cold Pressed Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই জেল ত্বককে শুস্ক হওয়ার থেকে বাঁচায়। কৃত্তিম গন্ধ, সালফেট, প্যারাবেন মুক্ত এই অ্যালো ভেরা জেল।
সুবিধা
- সালফেট মুক্ত
- প্যারাবেন মুক্ত
- কৃত্তিম গন্ধ মুক্ত
- মহিলা ও পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য নয়
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি
- ঘনত্ব কম।
১৪. Nature Republic Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
কোরিয়ান এই প্রোডাক্টটি পুরো দেহ ও মুখে ব্যবহার করা যায়। রোদের পোড়াভাব থেকে মুক্তি দেয় এই অ্যালো ভেরা জেল। ত্বককে আদ্রতা প্রদান করে।
সুবিধা
- ৯২% অ্যালো ভেরা পাতার নির্যাস দিয়ে তৈরী
- পুরো দেহে মাখা যায়
- CCOF (California certified organic farmers) সার্টিফায়েড
অসুবিধা
- ক্ষতিকারক রাসয়নিক আছে কিনা উল্লেখ নেই
- সব জায়গায় পাওয়া যায় না
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
১৫.Kapiva Pure Aloe Vera Skin Gel
প্রোডাক্টটি দাবি করে
নিয়মিত ব্যবহার করলে বার্ধ্যকের ছাপ পড়তে দেয় না এই জেলটি। এটি আপনি মেক আপের সময় প্রাইমার হিসেবেও ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ও সি যুক্ত এই জেল ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। .
সুবিধা
- সালফেট মুক্ত
- প্যারাবেন মুক্ত
- ভিটামিন ই ও সি যুক্ত
- বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয়।
অসুবিধা
- প্যাকেজিং ভ্রমণের জন্য উপযোগী নয়
- কৃত্তিম রংযুক্ত
- কৃত্তিম গন্ধযুক্ত।
১৬. Aloe Veda Aloe Vera Multipurpose Beauty Gel
প্রোডাক্টটি দাবি করে
চুল ও ত্বকের জন্য উপযোগী এই অ্যালো ভেরা জেল। ভিটামিন সি, ই, ফলিক অ্যাসিড যুক্ত এই জেল চুল ও ত্বককে স্বাস্থ্যময় করে তোলে নিয়িমিত ব্যবহার করলে।
সুবিধা
- চুল ও ত্বকের জন্য উপযোগী
- ভিটামিন সি, ই, ফলিক অ্যাসিড যুক্ত
- খুশকি দূর করে।
অসুবিধা
- উপাদানের তালিকা ঠিকমতো দেওয়া নেই
- কৃত্তিম রংযুক্ত
- কৃত্তিম গন্ধযুক্ত।
১৭. Divine India Aloe Vera Gel
প্রোডাক্টটি দাবি করে
চুল ও ত্বককে মোলায়েম রাখে। আফ্টারসেভ হিসাবে বা চুলকে কন্ডিশনিংয়ে উপযোগী।
ভিটামিন সি ও ই যুক্ত এই জেল প্যারাবেন মুক্ত।
সুবিধা
- ভিটামিন সি ও ই যুক্ত
- প্যারাবেন মুক্ত
- পুরো দেহে মাখা যায়।
অসুবিধা
- উগ্র গন্ধযুক্ত
- প্রিজারভেটিভ যুক্ত
- ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত।
কিভাবে আপনার জন্য সঠিক অ্যালো ভেরা জেল বাছাই করবেন?
- নিজের ত্বকের ধরণ অনুযায়ী অ্যালো ভেরা জেল বেছে নিন যাতে ব্যবহার করার পর কোনো সমস্যা না হয়।
- বাজারে যেমন অনেক অ্যালো ভেরা জেল পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
- কেনার সময় অ্যালো ভেরা জেল গায়ে লেখা থাকা উপাদানগুলি দেখে নেবেন, যদি কোনো নির্দিষ্ট উপাদানে আপনার অ্যালার্জি থাকে তাহলে সেটি কখনোই নেবেন না।
- অ্যালো ভেরা জেল তৈরী হওয়ার তারিখ দেখে নেবেন যাতে ভুল করে পুরোনো প্রোডাক্ট কিনে না আনেন, তাতে সমস্যা আরও বাড়তে পারে।
- একবার ব্যবহার করার পর যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেটি না ব্যবহার করাই ভালো।
কিভাবে চুলে ও ত্বকে অ্যালো ভেরা জেল মাখবেন ?
ত্বকের ক্ষেত্রে
- ত্বকের মৃত কোষ দূর করার জন্য এটি অনবদ্য। তার জন্য এক চামচ অ্যালো ভেরা জেল নিয়ে তারমধ্যে এক চামচ ওটমিলের গুড়ো ও ১/২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিঁয়ে প্যাকটি কমপক্ষে ১৫ মিনিট মুখে আর গলায় লাগিয়ে রাখুন ৷ এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে একবার এই প্যাকটি তৈরী করে ব্যবহার করুন ৷
- অ্যালো ভেরা জেল আইস কিউব ট্রেতে করে রাখলে অ্যালো ভেরার আইস কিউব তৈরি হবে। এই কিউব দিনে দুবার আপনার ঘষলে অ্যাকনের সমস্যা কমবে।
- দুই চামচ অ্যালো ভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন ৷ এই প্যাক রোদে পুড়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এটি রোদে পোড়া দাগ দূর করতে ও ত্বকে আদ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
চুলের ক্ষেত্রে
- অ্যালো ভেরা জেল নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্পের PH এর মাত্রা ঠিক থাকে এবং এতে খুশকিও দূর হয় ৷ ২:১ অনুপাতে অ্যালো ভেরা জেল আর ক্যাস্টর অয়েল মিশিয়ে স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করে সারা রাত রেখে দিলে সকালে শ্যাম্পু করলে চুল খুশকি দূর হয়।
এছাড়া বিভিন্ন উপায়ে চুলে ও মুখের জন্য মাস্ক তৈরী করে লাগানো যায়। অ্যালো ভেরা জেল প্রতিদিন দিনে দুবার ফেস ওয়াশ করে টোনার লাগানোর পর মুখে মাখলে অবশ্যই এর ফলাফল দেখতে পাবেন।
আপনি যদি আপনার জন্য সঠিক অ্যালো ভেরা জেলের খোঁজে আছেন, তবে অবশ্যই উপরের প্রোডাক্টগুলির সম্পর্কে পড়ে নেবেন। নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।
1 sources
- ALOE VERA: A SHORT REVIEW –
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2763764/

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
