
সেরা ১০টি হেয়ার কালার – Best Hair Color Names in Bengali
অনেকেই নিজের লুক পরিনবর্তনের জন্য বা অনেকে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে চুলে কালার বা রঙ করিয়ে থাকেন। কিন্তু অনেকে ভুল কালার ব্যবহার করে অনেক ধরণের ত্বকের ও চুলের সমস্যায় ভোগেন। তাই আমাদের এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে কিছু সেরা হেয়ার কালারের সন্ধান ও এ সম্পর্কে কিছু তথ্য।
Table Of Contents
সেরা ১০টি হেয়ার কালারের তালিকা
১. Revlon Colorsilk Permanent Hair Color
প্রোডাক্টটি দাবি করে
আপনি যদি সাদা চুলের সমস্যায় ভুগছেন , তাহলে এটি আপনার ক্ষেত্রে উপযোগী। অনেকদিন এই কালার আপনার চুলে থাকবে ও চুলকে ঝলমল করে তুলবে।
সুবিধা
- অ্যামোনিয়া ফ্রি
- সাদা চুলকে পুরোপুরিভাবে ঢাকতে সাহায্য করে
- চুলকে সজীব রাখে
- চুলের ন্যাচারাল লুক বজায় রাখে।
২. L’Oreal Paris Casting Creme Gloss Hair Color
প্রোডাক্টটি দাবি করে
বিভিন্ন ধরণের রঙে উপলদ্ধ এই প্রোডাক্টটি চুলকে ঝলমলে করে তুলতে পারে। চুলকে মোলায়েম এবং লাস্যময় করে তোলে।
সুবিধা
- অ্যামোনিয়া ফ্রি
- চুলের ন্যাচারাল লুক বজায় রাখে
- চুলকে ঝলমলে করে তোলে
- চুলের স্বাস্থ্য বজায় রাখে।
৩. Garnier Color Naturals Crème hair color
প্রোডাক্টটি দাবি করে
ক্রিমি প্রকৃতির ও সহজে ব্যবহার করা যায় এই প্রোডাক্টটি। অ্যামোনিয়া ফ্রি এই হেয়ার কালার সাদা চুলকে পুরোপুরিভাবে ঢাকতে সাহায্য করে। এই প্রোডাক্টটিতে তিনটি অয়েল কন্ডিশনার থাকে।
সুবিধা
- ক্রিমি প্রকৃতির
- অ্যামোনিয়া ফ্রি
- সাদা চুলকে পুরোপুরিভাবে ঢাকতে সাহায্য করে
- চুলকে সজীব করে তোলে।
৪. L’Oreal Paris Excellence Creme Hair Color
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি চুলেকে সুন্দর রঙ প্রদান করে এবং তার পাশাপাশি চুলকে মজবুত ও চকচকে করতে সাহায্য করে। চুলের ন্যাচারাল লুক বজায় রাখে।
সুবিধা
- সাদা চুলকে পুরোপুরিভাবে ঢাকতে সাহায্য করে
- চুলকে মোলায়েম করে
- সহজেই বাজারে পাওয়া যায়
- অনেকদিন পর্যন্ত চুলে কালার বজায় থাকে।
অসুবিধা
- কেমিক্যাল যুক্ত।
৫. BBLUNT Salon Secret High Shine Creme Hair Colour
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটির ভিন্ন ধরণের রঙে উপলদ্ধ এবং এর কভারেজ বেশ ভালো। এটির যেকোনো রঙই আপনার চুলকে করে তুলবে লাস্যময়।
সুবিধা
- অনেকদিন পর্যন্ত চুলে কালার বজায় থাকে
- সুন্দর ফিনিশিং
- অ্যামোনিয়া নেই
- সিল্ক প্রোটিন যুক্ত।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
৬. Schwarzkopf Keratin Hair Color
প্রোডাক্টটি দাবি করে
USA তে তৈরী এই প্রোডাক্ট আপনার চুলকে সুন্দর রঙ প্রদান করে। আমরা জানি কালার করলে চুলে ব্রেকেজ দেখা যায়, কিন্তু এই প্রোডাক্টটি আপনাকে এই সমস্যার মধ্যে ফেলবে না।
সুবিধা
- অ্যামোনিয়া নেই
- অনেকদিন পর্যন্ত চুলে কালার বজায় থাকে
- সুন্দর ফিনিশিং
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
৭. Indus Valley Natural Damage Free Gel Hair Colour
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী হয়। এর কভারেজ বেশ ভালো এবং চুলের আদ্রতা বজায় রাখে। সূর্যের ক্ষতিকারক রশ্মি ও পরিবেশের দূষণ থেকে বাঁচাতে পারে।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- সূর্যের ক্ষতিকারক রশ্মি ও পরিবেশের দূষণ থেকে বাঁচায়
- অ্যামোনিয়া নেই।
অসুবিধা
- ব্র্যান্ডটি তেমন পরিচিত নয়।
৮. Godrej Expert Rich Crème Hair Colour
প্রোডাক্টটি দাবি করে
অ্যালো ভেরা ও মিল্ক প্রোটিন যুক্ত এই প্রোডাক্টটি চুলকে সুন্দর ভাবে কভারেজ দেয়। চার ধরণের কালার পাওয়া যায় এই প্রোডাক্টের এবং অনেকদিন এই কালার স্থায়ী হয়।
সুবিধা
- অ্যামোনিয়া নেই
- অনেকদিন পর্যন্ত চুলে কালার বজায় থাকে
- অ্যালো ভেরা ও মিল্ক প্রোটিন যুক্ত।
অসুবিধা
- কেমিক্যাল যুক্ত।
৯. Clairol Natural Instincts Crema Keratina Hair Color Kit
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি মাত্র ২০মিনিটেই আপনার পছন্দসই রঙ এনে দিতে পারে চুলে। নারকেল তেলের গুণসম্পন্ন এই কালার চুলকে মোলায়েম রাখতে পারে।
সুবিধা
- অ্যামোনিয়া নেই
- নারকেল তেলের গুণসম্পন্ন
- কেরাটিন যুক্ত।
অসুবিধা
- কালার বেশি দিন স্থায়ী হয় না।
১০. Nisha Cream Permanent Hair Color
প্রোডাক্টটি দাবি করে
বিভিন্ন কালারে উপলব্ধ এই প্রোডাক্ট প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী বলে জানা যায়। কভারেজ বেশ ভালো ও অনেকদিন পর্যন্ত এই কালার স্থায়ী হয়।
সুবিধা
- অ্যাভোকাডো, সূর্যমুখী ফুল ও হেনা পাতার নির্যাস দিয়ে তৈরী।
- অ্যামোনিয়া নেই
- কন্ডিশনার থাকে এই প্রোডাক্টে।
অসুবিধা
- ব্র্যান্ডটি তেমন জনপ্রিয় নয়।
কিভাবে নিজের জন্য সঠিক হেয়ার কালার বাছাই করবেন ?
- প্রথমে ভেবে নেবেন আপনি কেন চান চুলে কালার করতে অর্থাৎ লুক পরিনবর্তনের জন্য না সাদা চুলকে ঢাকার জন্য। কারণ এটির ওপর ভিত্তি করেই আপনাকে প্রোডাক্ট বাছাই করতে হবে।
- নিজের চুলের ধরণ অনুযায়ী বাছাই করবেন হেয়ার কালার ।
- নিজের চুলের কালার অনুযায়ী বাছাই করবেন।
কিভাবে নিজের চুলে হেয়ার কালার লাগাবেন ?
প্রত্যেক ব্র্যান্ডের প্রোডাক্টের আলাদা আলাদা প্রক্রিয়া থাকে চুলে কালার করার , যা প্রোডাক্টির সঙ্গে থাকা ম্যানুয়ালে লেখা থাকে বিস্তারিত। তাই অবশ্যই চুলে কালার করার আগে ম্যানুয়ালটি ভালোভাবে পড়ে নেবেন এবং সেই ভাবেই প্রক্রিয়াটি মানবেন , নাহলে সমস্যা দেখা দিতে পারে।
ভালো ধরণের হেয়ার কালার ব্যবহার করলে চুলকে অনেকটাই ক্ষতির হাত থেকে বাঁচানো যায় চুলে কালার করা সত্বেও। তাই আপনি যদি চুলে কালার করার কথা ভাবছেন, তাহলে অবশ্যই উপরে উল্লেখিত প্রোডাক্টগুলির সম্পর্কে পড়ে নেবেন। নিজের যত্ন করুন ও সুস্থ থাকুন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
