শুষ্ক ত্বকের জন্য ১১টি সেরা ক্রিম – Best Creams for Dry Skin in Bengali

আপনার কি শুষ্ক ত্বক ? তাহলে নিশ্চয়ই নিয়িমিত ত্বকের পরিচর্যা করার সময় ক্রিম লাগান। কিন্তু নিজের ত্বকের কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি হয়তো আপনার শুষ্ক ত্বকের জন্য সঠিক ক্রিম ব্যবহার করছেন না। আপনার এই সমস্যার সমাধান করতে আমাদের এই প্রতিবেদনে থাকছে শুষ্ক ত্বকের জন্য বাজারের সেরা ১১টি ক্রিমের সন্ধান।
তাহলে শুরু করা যাক।
In This Article
শুষ্ক ত্বকের জন্য ১১টি সেরা ক্রিমের তালিকা
১. NIVEA Soft, Light Moisturising Cream
প্রোডাক্টটি দাবি করে
এই হালকা ধরণের ক্রিমটি ত্বককে মোলায়েম করে কিন্তু তেলতেলে করে না। মহিলা ও পুরুষ উভয়ই এটি ব্যবহার করতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ এই ক্রিম ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।
সুবিধা
- ভিটামিন ই সমৃদ্ধ
- খুবই হালকা ধরণের হয়
- জনপ্রিয় ব্র্যান্ড
- গরমে ত্বককে তেলতেলে করে না।
২. Pond’s Light Moisturiser
প্রোডাক্টটি দাবি করে
খুবই হালকা প্রকৃতির অয়েল- ফ্রী ফর্মুলা যুক্ত ক্রিমটি ত্বককে ২৪ঘন্টা পর্যন্ত মোলায়েম রাখে। আপনি এটি আপনার সারা শরীরেই মাখতে পারেন। ভিটামিন ই যুক্ত এই ক্রিম ত্বকে সারা বছরই ব্যবহার করা যায়।
সুবিধা
- ২৪ঘন্টা পর্যন্ত ত্বককে মোলায়েম রাখে
- সারা শরীরে মাখা যায়
- সারা বছরই ব্যবহার করা সম্ভব।
৩. Lakme Soft Creme
প্রোডাক্টটি দাবি করে
ত্বককে ভেতর থেকে এই ক্রিম মেরামত করে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তোলে। সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বককে বাঁচিয়ে স্কিন টোনকে হালকা করতে সাহায্য করে। ত্বককে মোলায়েম করে তোলার পাশাপাশি ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে এই ডে ক্রিম।
সুবিধা
- ত্বককে সজীব করে তোলে
- ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে
- স্কিন টোনকে হালকা করে।
৪. Venusia Max Intensive Moisturizing Cream
প্রোডাক্টটি দাবি করে
মেডিকেটেড এই ক্রিম ডাক্তারদের পছন্দের। গ্লিসারিন যুক্ত ক্রিমটি শুষ্ক ত্বকের আদ্রতা ফিরিয়ে এনে ত্বককে সজীব করে তোলে।
সুবিধা
- মেডিকেটেড
- ত্বকের আদ্রতা ফিরিয়ে আনে
- ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।
অসুবিধা
- অন্য প্রোডাক্টের থেকে দাম বেশি।
৫. Lotus Herbals Nutramoist Skin Renewal Daily Moisturising Creme
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি ত্বককে সজীব রাখার পাশাপাশি উজ্জ্বলও করে তোলে। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই ক্রিম ত্বককে আদ্র রাখে ও মোলায়েম করে তোলে। আঙুর ফলের নির্যাসের উপস্থিতির জন্য এটি ত্বককে চকচকে করে তোলে।
সুবিধা
- SPF ২৫ যুক্ত
- ত্বককে ময়েশ্চরাইজ করে
- ত্বককে উজ্জ্বল রাখে
- অ্যান্টি-সেপটিক ও অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত।
অসুবিধা
- শুধুমাত্র মহিলাদের ব্যবহার করতে পারেন।
৬. Cetaphil Moisturising Cream
প্রোডাক্টটি দাবি করে
ক্রিম প্রকৃতির এই সেটাফিল ময়েশ্চরাইজিং ক্রিম ডাক্তারদের পছন্দের তালিকায় পড়ে। ত্বককে স্বাস্থ্যকর করে তুলতে উপযোগী।
সুবিধা
- ডাক্তারদের পছন্দের ক্রিম
- গ্লিসারিন যুক্ত
- সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যায়
- আমন্ড অয়েল আছে।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি .
৭. Mamaearth Anti-Pollution Daily Face Cream
প্রোডাক্টটি দাবি করে
এই অয়েল- ফ্রী ফর্মুলা যুক্ত ক্রিমটি দূষণের হাত থেকে ত্বককে রক্ষা করার পাশাপাশি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকেও বাঁচাতে সাহায্য করে। হলুদ উপস্থিত থাকার জন্য এটি ব্রণ কমাতেও সাহায্য করে।
সুবিধা
- অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-সেপটিক উপাদান যুক্ত
- প্যারাবেন ও সালফেট মুক্ত
- ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয়।
অসুবিধা
- প্রোডাক্টি সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে ত্বককে বাঁচায় বলে দাবি করে কিন্তু SPF নেই।
৮. Biotique Bio Wheat Germ FIRMING FACE and BODY NIGHT CREAM
প্রোডাক্টটি দাবি করে
বাদাম তেল, গাজর, সূর্যমুখী তেল দিয়ে এই ক্রিম নিয়মিত মাখলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সজীব। এটি দিনের বেলায়ও মাখতে পারেন। মুখের সাথে সাথে দেহেও এটি মাখতে পারেন।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- ত্বককে মোলায়েম রাখে
- শুষ্ক ত্বকের জন্যও উপযোগী
- ক্ষতিকারক রাসায়নিক নেই।
অসুবিধা
- মাখার কিছুক্ষণ পর ঘাম হতে পারে।
৯. Himalaya Nourishing Skin Cream
প্রোডাক্টটি দাবি করে
এই দিনে মাখার ক্রিমটি ত্বককে মোলায়েম রেখে ত্বকে এক সুন্দর গ্লো আনে। এটি আপনি মেক আপের আগে বেস হিসাবেও ব্যবহার করতে পারেন।
সুবিধা
- ত্বকে নতুন কোষ গঠন করে
- মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী
- মেক আপের আগে বেস হিসাবেও ব্যবহার করতে পারেন।
অসুবিধা
- মাখার কিছুক্ষণ পর ঘাম হতে পারে।
১০. Biotique Bio Quince Seed Nourishing Face Massage Cream
প্রোডাক্টটি দাবি করে
ভিটামিন ই যুক্ত এই ক্রিম শুষ্ক ত্বকের জন্য উপযোগী। ত্বককে মোলায়েম করে তোলে। ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে এনে ত্বককে সজীব করে তোলে।
সুবিধা
- নিয়মিত এটি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করলে ফল পাবেন
- মহিলা ও পুরুষ বা উভয়েই ব্যবহার করতে পারেন।
অসুবিধা
- এই ক্রিম ব্যবহার করা সময় সাপেক্ষ।
১১. Olay Night Cream Regenerist Deep Hydration Light Cream
প্রোডাক্টটি দাবি করে
হালকা ধরণের ক্রিম যা স্কিন টোনকে উন্নত করে। এটি সহজে ত্বকে মিশে যায় এবং ত্বককে মোলায়েম রাখে।
সুবিধা
- হালকা ধরণের
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- দাগছোপ হালকা করতে পারে।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের জন্য প্রযোজ্য নয়।
শুষ্ক ত্বকের জন্য সঠিক ক্রিম বেছে নেওয়ার সময় কি কি মাথায় রাখবেন
- ক্রিমের ধরণ
ক্রিম কেনার সময় অবশ্যই নিজের ত্বকের ধরণ সম্পর্কে সচেতন থাকবেন কারণ শুষ্ক ত্বকই শেষ কথা নয় অনেকের কিছু নিজস্ব অসুবিধা থাকতে পারে ত্বকে। তাই অবশ্যই কেনার সময় ক্রিমে উপস্থিত উপাদানগুলি ভালোভাবে দেখে নেবেন।
- বিশুদ্ধতা
কোন ক্রিম কতটা বিশুদ্ধ ভালোভাবে যাচাই করে নেবেন। শুধুমাত্র ক্রিমের গায়ে লেখা আছে বলে সেটি বিশ্বাস করবেন না। যারা ঐ ক্রিমটি ব্যবহার করেছে তাদের জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই কোনো ক্রিম কিনে ব্যবহার করার আগে ত্বকে পরীক্ষা করে নিন, যাতে কোনোরকম অ্যালার্জি না হয়।
- USDA – সার্টিফায়েড
ফেসওয়াশ বাছাই করার সময় অবশ্যই লক্ষ করবেন সেটি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) সার্টিফায়েড কিনা, এটিই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
- অনুমোদিত বিক্রেতা
বাজারে যেমন প্রোডাক্ট পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
শুষ্ক ত্বকে ক্রিম লাগানোর টিপস
- প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ও শুতে যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নিন ফেস ওয়াশ দিয়ে, তারপর টোনার লাগিয়ে নিন ত্বকে। ত্বকে টোনার শুষে নেওয়ার পর আপনার পছন্দমতো ক্রিম লাগিয়ে নিন।
- ত্বকের ধরণ শুষ্ক বলে টোনিং-এর ধাপটি অনেকে এড়িয়ে যান, তবে এটি একদম ঠিক না। কারণ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর বা স্ক্রাবিং করার পর ত্বকের রোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যদি ঠিক মতো ত্বকে টোনিং না করা হয়।
- ত্বকে ক্রিম মাখার সময় ভালোভাবে ম্যাসাজ অবশ্যই করবেন।
ওপরে উল্লেখিত ক্রিমগুলি প্রত্যেকটিই শুষ্ক ত্বকের ক্ষেত্রে উপযোগী, তাই নিজের পছন্দ অনুযায়ী ক্রিম বাছাই করে নিন। সজীব ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে নিয়মিত ত্বকের পরিচর্যা করুন। নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।