
শুষ্ক ত্বকের জন্য ১০টি সেরা সাবান – 10 Best Soaps for Dry Skin In Bengali
শুষ্ক ত্বকের পরিচর্যা করা একটু সমস্যার, কারণ গরমকালেও এই ধরণের রুক্ষ হয়ে যায়। তাই এই ধরণের ত্বক যাদের আছে তাদের একটু বিবেচনা করে সামগ্রী কেনা উচিত। বাজারে অনেক ধরণের সাবান পাওয়া যায় তাই ভুল সাবান ব্যবহার করে স্নান করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে এদের ক্ষেত্রে। ময়েশ্চারাইজার ব্যবহার করলেও এই ধরণের শুষ্কতা কমানো যায় না কারণ এটি সাবানে উপস্থিত কিছু ক্ষতিকর রাসয়নিক পদার্থের জন্য হয় । কিন্তু তার মানে এই নয় যে আপনি সাবান ব্যবহার করা বন্ধ করে দেবেন, এর জন্য আমাদের কাছে আছে উপায়।
তাই আমাদের এই প্রতিবেদনে বাজার সেরা কিছু শুষ্ক ত্বকের জন্য উপযোগী সাবানের তালিকা দেওয়া হল।
Table Of Contents
শুষ্ক ত্বকের জন্য ১০টি সেরা সাবানের তালিকা
১. NIVEA Soap, Crème Care
প্রোডাক্টটি দাবি করে
ভীষণ হালকা প্রকৃতির ও ক্রিম জাতীয় এই সাবানটি আপনার শুষ্ক ত্বককে মোলায়েম রাখে। প্রো-ভিটামিন ও বিভিন্ন ধরণের তেল দিয়ে তৈরী হয় বলে এটি ত্বককে ফাটতে না দিয়ে শুস্ক ত্বককে মসৃণ করে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- প্যারাবেন মুক্ত
- মিনারেল অয়েল মুক্ত
- ক্রিম জাতীয়
- গ্লিসারিন যুক্ত।
২. Dove Cream Beauty Bathing Bar
প্রোডাক্টটি দাবি করে
এই সাবানটি দেহের সব অংশে এমনকি মুখেও মাখা যায়। এই প্রোডাক্টটি দাবি করে যে এটি সাবান নয় এটি হল বিউটি বার। এটি শুষ্ক ত্বককে মোলায়েম রেখে আদ্রতা বজায় রাখে।
সুবিধা
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয় (PETA-certified)
- প্রতিদিন ব্যবহার করা যায়
- ত্বককে মোলায়েম রাখে
- হালকা সুগন্ধ যুক্ত।
৩. The Body Shop Shea Soap
প্রোডাক্টটি দাবি করে
শিয়া বাটার যুক্ত এই সাবান শুষ্ক ত্বককে মোলায়েম করে। এই ক্রিম জাতীয় সাবানটির গন্ধ অত্যন্ত মনোরম।
সুবিধা
- তালের তেল যুক্ত
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- প্যারাবেন মুক্ত
- সালফেট মুক্ত।
৪. Pears Soft and Fresh Bathing Bar
প্রোডাক্টটি দাবি করে
গ্লিসারিন যুক্ত এই সাবান শুষ্ক ত্বকের জন্য খুবই উপযোগী। এটি ব্যবহার করে স্নান করলে স্নান করার অনেকক্ষণ পর পর্যন্ত আপনার ত্বক মোলায়েম থাকবে। ন্যাচারাল অয়েল যুক্ত এই সাবানের গন্ধ হালকা প্রকৃতির হয়।
সুবিধা
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- ৯৮% গ্লিসারিন যুক্ত
- হালকা গন্ধ যুক্ত।
৫. Medimix Ayurvedic Classic 18 Herbs Soap
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই সাবান শুষ্ক ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনে। প্রত্যেকদিন এটি মেখে স্নান করলে আপনার ত্বক হয়ে উঠবে মোলায়েম ও চকচকে।
সুবিধা
- প্রাণীদের ওপর পরীক্ষিত নয়
- আয়ুর্বেদিক প্রোডাক্ট
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।
৬. Medimix Ayurvedic Natural Glycerine Bathing Bar
প্রোডাক্টটি দাবি করে
গ্লিসারিন দিয়ে তৈরী এই সাবানটি মূলত প্রাকৃতিক নির্যাস দিয়েই তৈরী হয় যা ত্বককে মসৃণ করে ও এর সুন্দর গন্ধ মনকে চনমনে করে তোলে।
সুবিধা
- প্রতিদিন ব্যবহার করা সম্ভব
- গ্লিসারিন যুক্ত
- হালকা মনোরম গন্ধ
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
৭. Pears Naturalé Pomegranate Brightening Bathing Soap Bar
প্রোডাক্টটি দাবি করে
বেদনার নির্যাস দিয়ে তৈরী এই সাবান ত্বককে দীর্ঘক্ষণ পর্যন্ত মোলায়েম রাখতে পারে ও নিয়মিত ব্যবহার করলে এটি ত্বককে চকচকে করে তোলে। গ্লিসারিন থাকার জন্য এটি ত্বককে শুষ্ক হতে দেয় না।
সুবিধা
- বেদনার নির্যাস দিয়ে তৈরী
- ত্বককে চকচকে করে তোলে
- গ্লিসারিন যুক্ত
- প্যারাবেন মুক্ত।
৮. Cetaphil Cleansing And Moisturising Syndet Bar
প্রোডাক্টটি দাবি করে
ক্ষারহীন এই সাবানটি সারা দেহে ও মুখেও মাখা যায়। এটি আপনার ত্বককে মোলায়েম রেখে ত্বকের নিজস্ব তেলকে বজায় রাখতে সাহায্য করে।
সুবিধা
- ক্ষারহীন
- বাচ্চাদের জন্য উপযোগী
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত
- PH এর মাত্রা সীমিত।
অসুবিধা
- গন্ধটি উগ্র মনে হয় অনেকের
- PEG থাকে।
৯. Lever Ayush Purifying Turmeric Soap
প্রোডাক্টটি দাবি করে
আয়ুর্বেদিক এই সাবান ঘি দিয়ে তৈরি হয় বলে ত্বককে মোলায়েম ও চকচকে রেখে ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে। হার্বাল উপাদান দিয়ে তৈরী হয় বলে দাবি করে এই প্রোডাক্ট।
সুবিধা
- হার্বাল উপাদান দিয়ে তৈরী
- ক্ষতিকারক কেমিক্যাল থাকে না
- প্রিজারভেটিভ থাকে না।
অসুবিধা
- এই সাবানটি বেশি দিন চলে না
- এই প্রোডাক্টে ঠিক কি আছে বা নেই তার কোনো সম্পূর্ণ তালিকা নেই।
১০. Dettol Skincare Soap
প্রোডাক্টটি দাবি করে
ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এই সাবানটি ত্বকের সব ধুলো ময়লা ভালোভাবে দূর করে ত্বককে মসৃণ ও স্বাস্থ্যকর রাখে। নানা জীবাণুর সাথে লড়তে সক্ষম এই সাবান।
সুবিধা
- ত্বকের সব ধুলো ময়লা ভালোভাবে দূর করে
- গন্ধটি রিফ্রেশিং
- জীবাণুর সাথে লড়তে সক্ষম।
অসুবিধা
- ত্বক খুব শুষ্ক হলে এটি কাজ নাও করতে পারে
- সব জায়গায় পাওয়া যায় না।
আমরা সবাই মোলায়েম ত্বক পেতে চাই, তাই তার জন্য আপনাকে দেখে নিতে হবে উপরে উল্লেখিত সাবানগুলি যা আপনার শুষ্ক ত্বককে মসৃণ করতে বাধ্য। শুধুমাত্র মুখের যত্ন নিলে হবে দেহের বাকি অংশেরও তো যত্ন নেওয়া প্রয়োজন। তাই যদি আপনি আপনার শুষ্ক ত্বকের জন্য সাবান খুঁজছেন তাহলে অবশ্যই উত্তরে উল্লেখিত প্রোডাক্টগুলির সম্পর্কে পড়ে নিন। নিজের যত্ন করুন ,সুস্থ থাকুন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
