
তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১০টি ফাউন্ডেশন – Best Foundation For Oily Skin In Bengali
একটি ভালো ফাউন্ডেশন আপনার মেক আপের পুরো লুক বদলে দিতে পারে, আপনি জানেন কি ? আপনার ব্লাশ, কনসিলার এমনকি লিপস্টিক ও যদি ঠিক থাকে আর অন্যদিকে ফাউন্ডেশন যদি যথাযত না হয় তাহলে আপনার লুক পুরো মাটি হয়ে যেতে পারে। ফাউন্ডেশনকে উপযুক্ত তখনই বলা যায় যখন সেটি ত্বকের ধরণ অনুযায়ী কিনা থেকে শুরু করে কতক্ষণ মেক আপকে ধরে রাখতে পারছে এইসব শর্ত ভালোভাবে পূরণ করছে।
আপনাদের মধ্যে যাদের মূলত তৈলাক্ত ত্বক, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ফাউন্ডেশন বেছে নিতে সমস্যা হয় তাই না ? এর কারণ তাদের একেই মুখে আদ্রতার পরিমাণ বেশি এবং ফাউন্ডেশন মাখলে আরও তেলতেলে হতে শুরু করে বা বেমানান বা ফ্যাকাসে হয়ে যায় মুখ । তাই আপনাদের এই সমস্যা দূর করতে আমাদের এই প্রতিবেদন।
১০টি সেরা ফাউন্ডেশনের তালিকা
১. Maybelline New York Fit Me Matte+Poreless Liquid Foundation
প্রোডাক্টটি দাবি করে
ম্যাট প্রকৃতির এই লিকুইড ধরণের ফাউন্ডেশন সাধারণ ত্বক থেকে শুরু করে তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। এটির কভারেজ খুবই চোখে লাগার মতো ও সহজেই ত্বকের সাথে মিশে দাগ ছোপ দূর করে। ভালো ফলাফল পাওয়ার জন্য এই কোম্পানির প্রাইমারের সাথে ব্যবহার করুন।
সুবিধা
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত
- কভারেজ খুবই ভালো
- ত্বকের সঙ্গে সহজে মিশে যায়।
২. Pudaier Liquid Foundation,Water Embellish Foundation Cream,Oil Control Concealer Foundation Cream
প্রোডাক্টটি দাবি করে
এই ফাউন্ডেশনটি ত্বককে একটি ন্যাচারাল অথচ চকচকে লুক দেয় তার পাশাপাশি ত্বককে মোলায়েম করে তোলে কিন্তু ত্বককে তেলতেলে করেও তোলে না। বার্ধ্যকের ছাপকে ঢেকে দেয় এর সুন্দর কভারেজের সাহায্যে। মুখ ছাড়া দেহের অন্য অংশেও মাখা যায়।
সুবিধা
- দাগছোপ ও বার্ধ্যকের ছাপ ঢেকে দেয়
- ন্যাচারাল লুক দেয়
- ত্বককে মোলায়েম রাখে
- কনসিলার যুক্ত।
৩. Revlon ColorStay Makeup for Combination/Oily Skin SPF 15, Oil Free
প্রোডাক্টটি দাবি করে
৪৩টি শেডে উপলব্ধ এই ফাউন্ডেশনটি কম্বিনেশন ত্বক ও তৈলাক্ত ত্বকের জন্য তৈরী। সহজেই ত্বকে মিশে ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নিয়ে মুখের দাগ ছোপ ঢাকতে সাহায্য করে। এই প্রোডাক্টটি দাবি করে, এটি ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে সক্ষম।
সুবিধা
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত
- SPF ১৫ যুক্ত
- ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে সক্ষম
- ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নেয়।
অসুবিধা
- ওয়াটার রেসিস্ট্যান্ট নয়।
৪. L’Oreal Paris True Match Super Blendable Liquid Foundation
প্রোডাক্টটি দাবি করে
এই লিকুইড প্রকৃতির ফাউন্ডেশনটি SPF ১৭ যুক্ত ও ভিটামিন ই সমৃদ্ধ। এর কাভারেজ অত্যন্ত ভালো ও এটি ভারতীয় স্কিন টোনের জন্য উপযোগী। সহজেই ত্বকের সাথে মিশে যায়।
সুবিধা
- ভারতীয় স্কিন টোনের জন্য উপযোগী
- SPF ১৭ যুক্ত ও ভিটামিন ই সমৃদ্ধ
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত।
অসুবিধা
- ভ্রমণের ক্ষেত্রে উপযোগী নয়।
৫. Lakme Absolute Skin Natural Mousse
প্রোডাক্টটি দাবি করে
৬টি ধরণের শেডে উপলদ্ধ এই ফাউন্ডেশন SPF ৮ যুক্ত ও ১৬ ঘন্টা পর্যন্ত এটি স্থায়ী হতে পারে।
খুবই হালকা ধরণের এই ফাউন্ডেশনের কভারেজ ভালো হওয়ার পাশাপাশি ত্বককে সজীবও রাখে।
সুবিধা
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত।
- ১৬ ঘন্টা পর্যন্ত এটি স্থায়ী হতে পারে
- কভারেজ বেশ ভালো
- যেকোনো অনুষ্ঠানের জন্য অনবদ্য।
অসুবিধা
- ওয়াটার রেসিস্ট্যান্ট নয়।
৬. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation
প্রোডাক্টটি দাবি করে
ম্যাট প্রকৃতির এই ফাউন্ডেশন হল ওয়াটারপ্রুফ। ত্বকের অতিরিক্ত তেলকে ভালোভাবে শুষে নিয়ে ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এটি ব্লেন্ড করা খুবই সহজ।
সুবিধা
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত
- ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নেয়
- ২৪ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।
অসুবিধা
- ভ্রমণের ক্ষেত্রে উপযোগী নয়।
৭. Maybelline Fit Me Oil Free Stick Foundation
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি মাখলে আপনার মনে হবে যে আপনি কিছুই মাখেননি, একটি হালকা যে কোনোরকম তেলতেলে ভাব তৈরী হয় না। ত্বককে একটি ন্যাচারাল লুক দেয় এটি।
সুবিধা
- ত্বককে সতেজ রাখে
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত
- একটি ন্যাচারাল লুক দেয়।
অসুবিধা
- ভারী মেক আপ করতে চাইলে এটি উপযোগী নয়।
৮. Wet ‘n Wild Photo Focus Foundation
প্রোডাক্টটি দাবি করে
এই লিকুইড ধরণের ফাউন্ডেশন কভারেজ ভালোই দেয় এবং তার পাশাপাশি ত্বককে মোলায়েম রাখে। সহজেই মিশে যায় এটি। প্রোডাক্টটি দাবি করে এটি ক্যামেরার সামনে দুর্দান্ত লুক দেয়।
সুবিধা
- কভারেজ ভালো
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত
- সহজেই ব্লেন্ড হয়ে যায় মুখে।
অসুবিধা
- ভারী মেক আপ করতে চাইলে এটি উপযোগী নয়।
৯. Nyx Professional Makeup Stay Matte But Not Flat Foundation Liquid
প্রোডাক্টটি দাবি করে
এই অয়েল ফ্রি ওয়াটার বেসড ফৰ্মূলা যুক্ত ফাউন্ডেশনটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। ম্যাট প্রকৃতির বলে ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নিয়ে মুখের দাগছোপ ঢেকে দেয়।
সুবিধা
- ফুল কভারেজ প্রদান করে
- অয়েল ফ্রি ওয়াটার বেসড ফৰ্মূলা যুক্ত।
অসুবিধা
- ভারী মেক আপ জন্য নয়
- ভ্রমণের ক্ষেত্রে উপযোগী নয়।
১০. Lakme Perfecting Liquid Foundation
প্রোডাক্টটি দাবি করে
সব ধরণের ত্বকেই এই ফাউন্ডেশন ব্যবহার করা যায়। ভালোভাবে ত্বকে মিশে ত্বকের দাগছোপ ঢেকে দেয়। খুবই হালকা ধরণের অয়েল ফ্রি ফর্মুলা যুক্ত ফাউন্ডেশনটি।
সুবিধা
- দাম সাধ্যের মধ্যে
- ভিটামিন ই যুক্ত
- সহজেই ত্বকে ব্লেন্ড হয়।
অসুবিধা
- ভারী মেক আপ করতে চাইলে এটি উপযোগী নয়
- কভারেজ মোটামুটি।
কিভাবে তৈলাক্ত ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশন বেছে নেবেন ?
- যারা তৈলাক্ত ত্বক যুক্ত তাদের ফাউন্ডেশন কেনার সময় মাথায় রাখতে হবে যে সেটি যেন ম্যাট প্রকৃতির হয় এবং যেন সেটি অয়েল বেসড হয় না হয় ।
- আপনার স্কিন টোনের সাথে যে শেড সবচেয়ে বেশি কাছাকাছি মনে হয় সেটিই আপনার জন্য উপযোগী।
- কেনার আগে অবশ্যই পরীক্ষা করে নিন।
- ফাউন্ডেশন বাছাই করার সময় অবশ্যই লক্ষ করবেন সেটি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) সার্টিফায়েড কিনা, এটিই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
- বাজারে যেমন নানা ধরণের প্রোডাক্ট পাওয়া যায় তেমনি বিক্রেতারও ছড়াছড়ি, তাই অবশ্যই অনুমোদিত বিক্রেতার থেকে কিনবেন, নাহলে নকল জিনিস পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
কিভাবে তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করবেন ?
- প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।
- তারপর ক্লিনজার দিয়ে মুখ আবার পরিষ্কার করে নিন ।
- এরপর আপনাকে একটি ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে। এটি লাগালে ত্বক বেশি তেলতেলে করবে না।
- এবার যেহেতু আপনার তৈলাক্ত ত্বক জেল বেসড সানস্ক্রিন লাগিয়ে নিন আপনার ত্বক অনুযায়ী।
- তারপর মুখের অতিরিক্ত তেল ব্লটিং পেপার দিয়ে শুষে নিন।
- এরপর লাগান প্রাইমার। মুখে ম্যাট প্রকৃতির প্রাইমার লাগিয়ে নিন।
- এবার একটি ব্লেন্ডিং স্পঞ্জ নিয়ে তাকে ভালোভাবে জলে ডুবিয়ে তার অতিরিক্ত জল বার করার পর ফাউন্ডেশন নিয়ে পরিমাণ মতো ব্লেন্ডিং শুরু করুন।
পুরো মুখে ভালো করে মিশে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ফেস পাউডার। যাতে ফাউন্ডেশন আপনার মুখে অনেকক্ষণ থাকে।
পুরো মেক আপের পর যখন আপনি রাস্তায় বেরোবেন অবশ্যই ব্লটিং পেপার নিয়ে বেরোবেন কারণ তৈলাক্ত ত্বক হলে মুখ তেলতেলে হয়ে যাওয়ার ভয় থাকে। আপনি যদি অনেক দিন ধরে তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী ফাউন্ডেশন খুঁজছেন উপরের তালিকাটি তাহলে আপনারই জন্য। নিজেকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
