ত্বক উজ্জ্বল করার ১৫টি সেরা ক্রিম – 15 Best Skin Whitening Creams In Bengali

প্রত্যেকেরই সুন্দর, উজ্জ্বল ও সজীব ত্বক পাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে তা হয়ে ওঠেনা। সঠিক পরিচর্যার জন্য চাই ত্বকের জন্য উপযোগী ভালো ক্রিম যা আপনাকে মোলায়েম ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে। ত্বককে সজীব ও উজ্জ্বল করে তোলার জন্য বাজারে নানা ধরণের ক্রিম পাওয়া যায় , তাই অনেকেই এ ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না । তাই আমাদের এই প্রতিবেদনে রইলো এই সমস্যার সমাধান।
ত্বক উজ্জ্বল করার ১৫টি সেরা ক্রিমের তালিকা
১. Lotus Professional Phyto Rx Whitening And Brightening Creme
এই প্রোডাক্টটি ত্বককে সজীব রাখার পাশাপাশি উজ্জ্বলও করে তোলে। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই ক্রিম ত্বককে আদ্র রাখে ও মোলায়েম করে তোলে। ভিটামিন সি দ্বারা পরিপূর্ণ আমলকি উপস্থিত থাকে বলে এটি ত্বককে চকচকে করে তোলে।
সুবিধা
- SPF ২৫ যুক্ত
- ত্বককে ময়েশ্চরাইজ করে
- ত্বককে উজ্জ্বল রাখে
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।
২. Blue Nectar Ayurvedic Brightening Cream And Lightening Cream
ন্যাচরাল ও হার্বাল এই ক্রিমটি পিগমেন্টেশন দূর করতে সক্ষম। এটি নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কল কমে যায় এবং মুখের কালো ছোপও দূর হয়ে যায়। এই প্রোডাক্টটি দাবি করে তিন সপ্তাহ ব্যবহার করলে এই ক্রিমের ফলাফল পাওয়া যায়।
সুবিধা
- চন্দন কাঠের গুণাগুণ যুক্ত
- পিগমেন্টেশন কমাতে সাহায্য করে
- ন্যাচরাল ও হার্বাল প্রোডাক্ট।
অসুবিধা
- SPF নেই।
৩. Olay Natural White Light Instant Glowing Fairness Cream
এই ক্রিমটি ত্বকে নতুন কোষ গঠন করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করে তোলে। অ্যামাইনো পেপটাইড কমপ্লেক্স ও মেরিন প্রোটিন যুক্ত ক্রিমটি ত্বককে এতটাই সজীব ও দাগছোপহীন করে তোলে যে এটি নিয়মিত মাখলে আসল বয়সের তুলনায় অনেক কম বয়স মনে হয়।
সুবিধা
- ত্বকে নতুন কোষ গঠন করতে সাহায্য করে
- পেপটাইড কমপ্লেক্স ও মেরিন প্রোটিন যুক্ত
- ত্বককে সজীব করে তোলে।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৪. Garnier Skin Naturals Light Complete Serum Cream
লেবুর নির্যাস দিয়ে তৈরী হয় বলে এটি ভিটামিন সি তে পরিপূর্ণ থাকে, তাই ত্বকের দাগছোপ কমাতে সাহায্য করে। প্রোডাক্টটি দাবি করে এই ক্রিম ব্যবহার করার এক সপ্তাহের মধ্যে এটির ফলাফল দেখতে পাওয়া যায়।
সুবিধা
- SPF ১৯ যুক্ত
- গাঢ় দাগ কমাতে উপযোগী
- ত্বককে উজ্জ্বল ও মোলায়েম করে তোলে।
অসুবিধা
- মাখার কিছুক্ষণ পরে ঘাম হতে পারে।
৫. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Night Creme
ত্বককে ভেতর থেকে এই ক্রিম মেরামত করে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তোলে। স্কিন টোনকে হালকা করতে সাহায্য করে। ত্বককে মোলায়েম করে তোলার পাশাপাশি ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে।
সুবিধা
- ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে
- স্কিন টোনকে হালকা করে
- ত্বককে সজীব করে তোলে।
অসুবিধা
- দিনের বেলার জন্য এই ক্রিমটি উপযোগী নয়।
৬. L’Oreal Paris White Perfect Day Cream
ত্বককে মোলায়েম রেখে তার দাগছোপ দূর করে ত্বককে সজীব ও উজ্জ্বল করে তোলে। প্রতিদিন ক্লিনসিং, টোনিং করা ও রাতে নাইট ক্রিমের মাখার সাথে সাথে দিনে এটি ব্যবহার করলে ত্বকে এক সুন্দর চকচকে ত্বক পাওয়া যায় ।
সুবিধা
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
- দাগছোপ দূর করে
- ত্বককে সজীব ও উজ্জ্বল করে তোলে।
অসুবিধা
- তীব্র গন্ধযুক্ত।
৭. Biotique White Whiting and Brightining Cream
নানা ধরণের ফলের নির্যাস দিয়ে তৈরী এই ক্রিমটি ত্বককে স্বাস্থ্য বজায় রেখে ত্বককে সজীব করে তোলে। প্রোডাক্টটি দাবি করে প্রতিদিন দিনে দুবার করে এটি ভালোভাবে ম্যাসাজ করে মাখলে এটি তার ফলাফল দেবে।
সুবিধা
- প্রয়োজনীয় ভিটামিন ও নিউট্রিয়েন্ট যুক্ত
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- ত্বককে চনমনে করে তোলে।
অসুবিধা
- কম্বিনেশন ত্বকের জন্য উপযোগী নয়।
৮. POND’S White Beauty SPF 15 PA Anti-Spot Fairness Cream
এই ক্রিমটি গাঢ় মুখের দাগছোপ তুলতে অনবদ্য। ত্বককে মোলায়েম ও সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচতে সাহায্য করে। স্কিন টোনকে সমান করে ও সজীব করে তোলে।
সুবিধা
- ভিটামিন বি ৩ উপস্থিত
- SPF ১৫ যুক্ত
- ত্বককে দাগছোপ দূর করতে সাহায্য করে।
অসুবিধা
- মাখার কিছুক্ষণ পর ঘামের সৃষ্টি হতে পারে।
৯. Fair & Lovely Advanced Multi Vitamin Face Cream
মাল্টি ভিটামিন ফর্মুলাযুক্ত এই ক্রিম ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচায় ও ত্বকের দাগছোপকে হালকা করতে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট উপস্থিত থাকার জন্য এটি ডার্ক সার্কল দূর করতে উপযোগী।
সুবিধা
- ত্বকে গ্লো আনতে সাহায্য করে
- মাল্টি ভিটামিন ফর্মুলাযুক্ত
- অ্যান্টি-অক্সিডেন্ট উপস্থিত।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১০. Himalaya Clear Complexion Day Cream
এই ক্রিমটি মহিলা ও পুরুষ উভয়ের জন্যই উপযোগী। ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে স্কিন টোনকে হালকা করে। প্রোডাক্টটি দাবি করে ভালো ফল পাওয়ার জন্য এটি প্রতিদিন ব্যবহার করতে হবে।
সুবিধা
- ত্বককে UV রশ্মির থেকে বাঁচায়
- স্কিন টোনকে হালকা করে
- মহিলা ও পুরুষ উভয়ের জন্যই উপযোগী।
অসুবিধা
- নরমাল ত্বকের জন্যই শুধু উপযোগী।
১১. Roop Mantra Ayurvedic Cream
আয়ুর্বেদিক এই ক্রিমটি প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এবং ত্বকের জরুরি সমস্যা যেমন দাগছোপ, ড্রাই হয়ে যাওয়া, সজীবতা ও উজ্জ্বলতা হারানো এসবের থেকে মুক্তি পাওয়ার জন্য প্রযোজ্য।
সুবিধা
- মহিলা ও পুরুষ উভয়েই ব্যবহার পারেন
- সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী।
অসুবিধা
- SPF নেই।
১২. Neutrogena Fine Fairness Cream
এই ক্রিমটি ত্বকে মেলানিন তৈরী হওয়া রোধ করে ফলে ত্বকে দাগছোপ পড়তে দেয় না। ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয় ও ত্বককে উজ্জ্বল করে তোলে।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- ত্বকে মেলানিন তৈরী হওয়া রোধ করে।
অসুবিধা
- পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
১৩. Himalaya Herbals Natural Glow Fairness Cream
এই ক্রিমটি ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনে ও ত্বককে মোলায়েম রাখে। প্রোডাক্টটি দাবি করে যে দিনে দুবার মুখে ও ঘাড়ে ভালো করে ম্যাসাজ করে ব্যবহার করলে এর ফল দেখতে পাওয়া যায়।
সুবিধা
- হার্বাল প্রোডাক্ট
- ত্বক-বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত
- ত্বকের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনে।
অসুবিধা
- SPF নেই।
১৪. Revlon Touch and Glow Advanced Fairness Cream
অ্যাডভান্সড ভিটামিন এজেন্ট থাকার জন্য ত্বককে ঝলমলে করে তোলে। এটি ত্বককে খুবই মোলায়েম রাখে কারণ এতে মধু থাকে। ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে বাধার সৃষ্টি করে।
সুবিধা
- অ্যাডভান্সড ভিটামিন এজেন্ট যুক্ত
- মধু উপস্থিত
- সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে ত্বককে বাঁচায়।
অসুবিধা
- ত্বককে অনেক সময় তেলতেলে করে দেয়।
১৫. WOW Fairness SPF 20 PA++ No Parabens & Mineral Oil Cream
SPF ২০ যুক্ত এই ক্রিম ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচানোর পাশাপাশি ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। ত্বকে বার্ধ্যকের ছাপ ও দাগছোপ পড়তে দেয় না।
সুবিধা
- প্যারাবেন মুক্ত
- ত্বককে সজীব করে তোলে
- ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে বাঁচায় ও দাগছোপ পড়তে বাধা দেয়।
অসুবিধা
- সেনসিটিভ ত্বকের জন্য উপযোগী নয়।
আপনার ত্বকের জন্য কিভাবে সঠিক ত্বক উজ্জ্বল করার ক্রিম বাছবেন?
- প্রথমে নিজের ত্বকের ধরণ বা প্রকৃতি যাচাই করে নিন।
- ক্রিম কেনার সময় অবশ্যই উপাদানগুলি দেখে কিনবেন, যদি এরকম কোনো উপাদান থাকে যা আপনার অ্যালার্জির সৃষ্টি করে তা কখনোই নেবেন না।
- এছাড়া উপাদানগুলি দেখা এই জন্যও প্রয়োজন কারণ অনেক উপাদানই আপনার ক্ষেত্রে উপযোগী না হতে পারে। যদি ধরুন কারোর তৈলাক্ত ত্বক হয় কোনো ক্রিম সেই ত্বককে আরও তৈলাক্ত করতে পারে আবার যদি কারোর ত্বক শুষ্ক হয় সেই ত্বককে আরও শুষ্ক করে তুলতে পারে ।
উজ্জ্বল ত্বক পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, এর জন্য দরকার নিয়মিত ত্বকের যত্ন ও পরিচর্যা। তাই নিয়মিত ত্বকের সঠিক পরিচর্যার সাথে উপরে উল্লেখিত ক্রিমগুলির মধ্যে আপনার ত্বকের ধরণ অনুযায়ী ক্রিম বেছে নিন ও ব্যবহার করুন, তাহলে নিশ্চয়ই ফল পাবেন।
নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।