
ত্বকের জন্য সেরা ১৬টি ক্রিম – Best Creams for Face in Bengali
ত্বকের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের ত্বকের ধরণ অনুযায়ী সঠিক ক্রিম ব্যবহার করা। প্রতিদিন দিনে কমপক্ষে দুবার ত্বক ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার লাগিয়ে সঠিক ক্রিম লাগালে ত্বক সুন্দর, সজীব ও টানটান থাকে, বলিরেখা সহজে পড়ে না। কিন্তু বাজারে অনেক ব্র্যান্ডেরই ফেস ক্রিম পাওয়া যায়, তার মধ্যে আপনার জন্য কোনটি সঠিক, সেটা বোঝা মুশকিল, তাই আমাদের এই প্রতিবেদনে কিছু বাজা ক্রিমের সন্ধান দেব।
ত্বকের জন্য সেরা ১৬টি ক্রিমের তালিকা
১. NIVEA Soft, Light Moisturising Cream
প্রোডাক্টটি দাবি করে
নিভিয়া ব্র্যান্ডের এই হালকা ধরণের ক্রিমটি ত্বককে মোলায়েম করে কিন্তু তেলতেলে করে না। মহিলা ও পুরুষ উভয়ই এটি ব্যবহার করতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ এই ক্রিম ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।
সুবিধা
- ভিটামিন ই সমৃদ্ধ
- খুবই হালকা ধরণের হয়
- বাজারে সহজেই উপলব্ধ
- গরমে ত্বককে তেলতেলে করে না।
২. Oriflame Milk And Honey Gold Nourishing Hand And Body Cream
প্রোডাক্টটি দাবি করে
ভিটামিন, মিনারেল ও ফলিক অ্যাসিড যুক্ত এই ক্রিম ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। সব ধরণের ত্বকের জন্য উপযোগী এই ক্রিম ত্বককে মোলায়েম রাখে।
সুবিধা
- খুবই অল্প পরিমানে লাগে।
- ভিটামিন, মিনারেল ও ফলিক অ্যাসিড যুক্ত
- ত্বককে উজ্জ্বল করে
- পুরো দেহেই মাখা যায়।
অসুবিধা
- শুধুমাত্র মহিলারাই ব্যবহার করতে পারেন।
৩. Garnier Skin Naturals Light Complete Serum Cream
প্রোডাক্টটি দাবি করে
লেবুর নির্যাস দিয়ে তৈরী হয় বলে এটি ভিটামিন সি তে পরিপূর্ণ , তাই ত্বকের দাগছোপ কমাতে সাহায্য করে। প্রোডাক্টটি দাবি করে এই ক্রিম ব্যবহার করার এক সপ্তাহের মধ্যে এটির ফলাফল দেখতে পাওয়া যায়।
সুবিধা
- UV প্রোটেকশন যুক্ত
- গাঢ় দাগ কমাতে উপযোগী
- ত্বককে উজ্জ্বল ও মোলায়েম করে তোলে।
অসুবিধা
- মাখার কিছুক্ষণ পরে ঘাম হতে পারে।
৪. NIVEA Crème, All Season Multi-Purpose Cream
প্রোডাক্টটি দাবি করে
সব ধরণের সমস্যায় ব্যবহার করা যায় এই ক্রিমটি ত্বককে মোলায়েম ও সজীব রাখে। বহু বছর ধরে বাজারে এই ক্রিমটি পাওয়া যায় এবং খুব জনপ্রিয়ও।
সুবিধা
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
- ত্বককে মোলায়েম রাখে
- সহজে বাজারে পাওয়া যায়
- ত্বক-বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত।
অসুবিধা
- তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত নয়।
৫. Mamaearth Anti-Pollution Daily Face Cream
প্রোডাক্টটি দাবি করে
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী এই ক্রিমটি হাইপারপিগমেন্টেশন, ত্বকের বিবর্ণতা, মুখের কালো দাগ ছোপ এবং বয়সের ছাপ দূর করে। এই অয়েল- ফ্রী ফর্মুলা যুক্ত পরিবেশের দূষণের হাত থেকে ত্বককে রক্ষা করে।
সুবিধা
- অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-সেপটিক উপাদান যুক্ত
- প্যারাবেন ও সালফেট মুক্ত
- পরিবেশের দূষণের হাত থেকে ত্বককে বাঁচায়
- ত্বকে বার্ধ্যকের ছাপ পড়তে বাধা দেয় না।
অসুবিধা
- প্রোডাক্টটি সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে ত্বককে বাঁচায় বলে দাবি করে কিন্তু SPF নেই।
৬. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Day Creme
প্রোডাক্টটি দাবি করে
ত্বককে ভেতর থেকে এই ক্রিম মেরামত করে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তোলে। সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বককে বাঁচিয়ে স্কিন টোনকে হালকা করতে সাহায্য করে। ত্বককে মোলায়েম করে তোলার পাশাপাশি ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে এই ডে ক্রিম।
সুবিধা
- ত্বককে সজীব করে তোলে
- ত্বকের হারিয়ে যাওয়া জৌলুশ ফিরিয়ে আনে
- স্কিন টোনকে হালকা করতে সাহায্য করে।
অসুবিধা
- রাত্রি বেলার জন্য এই ক্রিমটি উপযোগী নয়।
৭. Himalaya Herbals Revitalizing Night Cream
প্রোডাক্টটি দাবি করে
এই দিনে মাখার ক্রিমটি ত্বককে মোলায়েম রেখে ত্বকে উজ্জ্বলতা আনে। ত্বকে নতুন কোষ গঠন করতে সাহায্য করে।
সুবিধা
- ত্বকে নতুন কোষ গঠন করে
- ত্বককে সজীব করে তোলে
- মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী
- মেক আপের আগে বেস হিসাবেও ব্যবহার করতে পারেন।
অসুবিধা
- ত্বক খুব তৈলাক্ত হলে ব্যবহার না করাই ভালো।
৮. Biotique Bio Wheat Germ FIRMING FACE and BODY NIGHT CREAM
প্রোডাক্টটি দাবি করে
বাদাম তেল, গাজর, সূর্যমুখী তেল দিয়ে এই ক্রিম নিয়মিত মাখলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সজীব। এটি দিনের বেলায়ও মাখতে পারেন। মুখের সাথে সাথে দেহেও এটি মাখতে পারেন।
সুবিধা
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী
- ত্বককে মোলায়েম রাখে
- শুষ্ক ত্বকের জন্যও উপযোগী
- ক্ষতিকারক রাসায়নিক নেই।
অসুবিধা
- দিনের বেলার জন্য এই ক্রিমটি উপযোগী নয়।
৯. Lotus Herbals Whiteglow Skin Whitening And Brightening Gel Cream
প্রোডাক্টটি দাবি করে
এই প্রোডাক্টটি ত্বককে সজীব রাখার পাশাপাশি উজ্জ্বলও করে তোলে। প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী এই জেল প্রকৃতির ক্রিম ত্বককে আদ্র রাখে ও মোলায়েম করে তোলে। আঙুর ফলের নির্যাসের উপস্থিতির জন্য এটি ত্বককে চকচকে করে তোলে।
সুবিধা
- SPF ২৫ যুক্ত
- ত্বককে ময়েশ্চরাইজ করে
- ত্বককে উজ্জ্বল রাখে
- প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।
অসুবিধা
- মহিলারাই শুধু ব্যবহার করতে পারেন।
১০. Himalaya Nourishing Skin Cream
প্রোডাক্টটি দাবি করে
এই দিনে মাখার ক্রিমটি ত্বককে মোলায়েম রেখে ত্বকে এক সুন্দর গ্লো আনে। এটি আপনি মেক আপের আগে বেস হিসাবেও ব্যবহার করতে পারেন।
সুবিধা
- ত্বকে নতুন কোষ গঠন করে
- মহিলা ও পুরুষ উভয়ের জন্য উপযোগী
- মেক আপের আগে বেস হিসাবেও ব্যবহার করতে পারেন।
অসুবিধা
- ত্বক খুব তৈলাক্ত হলে ব্যবহার না করাই ভালো।
১১. L’Oreal Paris Skin Perfect 30+ Anti-Fine Lines Cream
প্রোডাক্টটি দাবি করে
লোরিয়ালের এই ক্রিমটি ত্বককে আদ্র রাখে। প্রো কোলাজেন যুক্ত এই ক্রিমটি ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
সুবিধা
- প্রো কোলাজেন যুক্ত
- ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না
- ত্বককে উজ্জ্বল রাখে।
অসুবিধা
- তিরিশ বছরের বেশি বয়সী মহিলারাই ব্যবহার করতে পারেন।
১২. Olay Moisturising Cream
প্রোডাক্টটি দাবি করে
অ্যান্টি-অক্সডেন্ট যুক্ত এই ক্রিমটি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ও ত্বকে যৌবনতা ফিরিয়ে আনে। ত্বকের হারিয়ে যাওয়া জৌলুসতা ফিরিয়ে আনে।
সুবিধা
- ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না
- অ্যান্টি-অক্সডেন্ট যুক্ত
- ভিটানিয়াসিন উপস্থিত।
অসুবিধা
- ত্বক তৈলাক্ত হলে না ব্যবহার করাই ভালো।
১৩. Dove Deep Moisturisation Cream
প্রোডাক্টটি দাবি করে
নিউট্রিডুও কমপ্লেক্স যুক্ত এই ক্রিম ত্বককে মাখার ২৪ঘন্টা পর্যন্ত মোলায়েম রাখে। এটি ত্বককে শুষ্ক হতে দেয় না।এর সুন্দর গন্ধ মনকে ভরিয়ে তোলে।
সুবিধা
- নিউট্রিডুও কমপ্লেক্স যুক্ত
- ত্বককে মোলায়েম রাখে
- সুগন্ধ যুক্ত।
অসুবিধা
- ত্বককে অনেকসময় তেলতেলে করে তোলে।
১৪. Pond’s White Beauty Anti Spot Fairness SPF 15 Day Cream
প্রোডাক্টটি দাবি করে
এই ক্রিমটি ত্বককে পরিবেশের দূষণ ও ক্ষতিকর সূর্য রশ্মির থেকে রক্ষা করে। ত্বকের গাঢ় দাগ হালকা করতে উপযোগী ও ত্বককে উজ্জ্বল করে তোলে।
সুবিধা
- SPF ১৫ যুক্ত
- ত্বককে উজ্জ্বল করে তোলে
- ত্বকের আদ্রতা বজায় রাখে।
অসুবিধা
- রাতে মাখার জন্য উপযোগী নয়।
১৫. WOW Anti Aging No Parabens & Mineral Oil Night Cream
প্রোডাক্টটি দাবি করে
বলিরেখাকে ত্বকের থেকে দূরে রেখে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। অলিভ অয়েল ও শিয়া বাটার যুক্ত এই ক্রিম আপনার ত্বককে মোলায়েম করে ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে।
সুবিধা
- অলিভ অয়েল ও শিয়া বাটার যুক্ত
- প্যারাবেন ও সালফেট মুক্ত
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী।
অসুবিধা
- দাম অন্য প্রোডাক্টের তুলনায় বেশি।
১৬. Fair & Lovely Advanced Multi Vitamin Face Cream
প্রোডাক্টটি দাবি করে
মাল্টি-ভিটামিন যুক্ত এই ক্রিম ত্বককে ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করে। হালকা মেক আপের ক্ষেত্রে ফেস ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।
সুবিধা
- ত্বককে ইনস্ট্যান্ট গ্লো দিতে পারে
- দাগ কমাতে সাহায্য করে।
অসুবিধা
- এটি মাখার পর ত্বকে সাদা ভাবের সৃষ্টি করে
- তেলতেলে করে দেয় ত্বককে।
ওপরে উল্লেখিত ক্রিমগুলি প্রত্যেকটিই ত্বকের জন্য খুবই উপকারী, তাই ত্বকের ধরণ অনুযায়ী ক্রিম বাছাই করে নিন। আর নিয়মিত ত্বকের পরিচর্যা করুন তবেই পাবেন সুন্দর ও উজ্জ্বল ত্বক। নিজের যত্ন করুন, সুস্থ থাকুন।

Latest posts by Sruti Bhattacharjee (see all)
- জায়ফলের উপকারিতা, ব্যবহার ও ক্ষতিকারক দিক – Nutmeg Benefits, Uses and Side Effects in Bengali - October 6, 2020
- আনারসের উপকারিতা, ব্যবহার এবং ক্ষতিকারক দিক – Pineapple Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- লেবুর উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া- All About Lemon in Bengali - October 1, 2020
- আমের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া -Mango Benefits, Uses and Side Effects in Bengali - October 1, 2020
- তেঁতুলের উপকারিতা, ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া – All About Tamarind in Bengali - September 30, 2020
