স্ক্রিনক্রাফটের #Iammytype বদলে দিয়েছে সৌন্দর্যের সংজ্ঞা
আধুনিক প্রজন্মের চিন্তাধারা ও স্বপ্নকে নতুন রঙে পরিবেশন করছে এই আন্দোলন।

Image: ShutterStock
অন্য কারোর বাহ্যিক রূপ দেখে আপনি বা আপনার চারপাশের মানুষ কি কখনও তাকে নানা ভাবে বিচার করেছেন ? এবং আপনাকে নিয়েও নিশ্চয়ই কেউ না কেউ নানা দিক থেকে বিচার করেছেন। আমাদের এই সমাজ সংকীর্ণ মনস্কতার ওপর ভিত্তি করে বেঁচে থাকতে ভালোবাসে। আপনি কীরম দেখতে, আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কী করেন তা যাই হোক না কেন সর্বদা আপনাকে অনুসরণ করবে এই সমাজের সংকীর্ণ মনস্কতার ছায়া। পদে পদে আপনাকে নিয়ে চর্চা করা হবে আপনি খারাপ বা ভালো যাই কাজই করুন না কেন। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে অন্যের কোথায় কান না দিয়ে একজন নারী হিসেবে নিজের অস্তিত্বকে সঠিকভাবে বজায় রেখে নিজের মতো থেকে জীবনকে সুন্দর করে তোলাই যেন আমাদের লক্ষ্য হয়।
বহু যুগ ধরে, প্রায় সব বিষয়েই মহিলাদের নিচু চোখে দেখা হয় । এবং আজও, আপনি যতই সফল হন না কেন, আপনার ব্যক্তিত্ব এবং আপনার পরিচয় নিয়ে চর্চা চলতেই থাকে। এবং এর জন্য কখনও কখনও অজান্তে আপনি আপনার চাপ সৃষ্টি করেন সমাজের গতানুগতিক ধারায় ফিরে আসতে। অর্থাৎ, সমাজের চোখে একজন ভাল মহিলা হিসেবে স্বীকৃতি পেতে উদগ্রীব হন। এইরকম ভুল সিদ্ধান্ত আমরা অনেকেই নিয়ে থাকি।
স্কিনক্রাফ্ট তার সম্প্রতি প্রচারিত একটি অ্যাডে দেখিয়েছে যে মহিলাদের বা মেয়েদের বলার সময় এসেছে যে সে নিজের ভাল বোঝে, নিজের দিকে নজর দিতে জানে এবং নিজের “টাইপ” বা প্রকৃতি অন্বেষণের সময় এসেছে তাদের, সমাজের প্রথাগত নিয়ম তারা মানবে না। নিজেদের মতো করে বাঁচবে এবং তারা অন্য কাউকে অনুসরণ করতে চায় না । স্কিনক্রাফটের #Iammytype প্রচারের মাধ্যমে, ব্র্যান্ডটি আপনাদের নিজস্বতা বজায় করার আহ্বান জানায়।
এই বিজ্ঞাপন থেকে পরিষ্কার বোঝা যায় যে, নারীর সৌন্দর্য নারী নিজেই। তার জন্য আপনাকে ফর্সা হতে হবে বা ফিগার স্লিম হবে তা একেবারেই নয়। নাই থাকতে পারে আপনার লম্বা চুল, চকচকে চেহারা। কিন্তু আপনি আপনার জায়গা থেকে বা প্রতিটি নারীই তার নিজস্বতার মাঝে অপূর্ব সুন্দরী।
View this post on Instagram
স্কিনক্রাফ্ট সম্প্রতি লিন প্রোডাকশনের সহযোগিতায় এই প্রচারের সাথে যুক্ত হয়। তাদের প্রথম বিজ্ঞাপন চলচ্চিত্রটি প্রকাশ করেছে । এই ভিডিওটি সমগ্র সমাজের চোখ খুলে দিতে সার্থক হয়েছে বলা যায়।
স্কিনক্রাফ্টের মূল ধারণাটি হল প্রতিটি মহিলাই অনন্য এবং তার ব্যবহৃত বিউটি প্রোডাক্টস যেন তার ত্বক ভিত্তিক হওয়া উচিত । ভারতের প্রথম চর্মরোগ বিশেষজ্ঞদের দ্বারা অনুমোদিত এবং বৈজ্ঞানিক ভাবে তৈরী কাস্টমাইজড প্রোডাক্ট হিসাবে স্কিনক্রাফ্ট আপনাকে আপনার অনন্য ত্বক এবং চুলের ধরণ নির্ণয় করার সুযোগ দেয়। আপনাকে প্রথমে আপনার ত্বক এবং চুলের ধরণ এবং আপনার যে সমস্যাগুলি নিরাময় করতে হবে তা জানতে হবে। কিছু প্রশ্নোত্তর পর্বের পর প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। তারপর ব্র্যান্ডটি কেবলমাত্র আপনার জন্য কাস্টমাইজড পণ্যগুলি তৈরী করবে এবং প্রদান করবে ।
সমাজের দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে এই ধরণের সোশ্যাল ক্যাম্পেইন বা প্রচার অবশ্যই জরুরি।
View this post on Instagram
সব মিলিয়ে কারোরই পুরুষ বা মহিলা, যুবা বা বৃদ্ধ, ধনী বা গরীব তা নিয়ে বিবেচনা করা রুচিশীল নয়। তাই এই বিজ্ঞাপনটির কথা মাথায় রেখে নিজে যেমন তেমন থাকার চেষ্টা করুন ও অন্যের মতো হতে চেয়ে নিজের সময় নষ্ট করবেন না, দেখবেন এতে আত্মবিশ্বাস বাড়বে। ঠিক এইভাবেই স্কিনক্রাফ্টকেও সুযোগ করে দিন আপনার নিজের মতো করে ত্বক ও চুলের যত্ন নিতে।












Community Experiences
Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.