নববর্ষ ১৪২৮ : পয়লা বৈশাখে প্রিয়জনদের জানান শুভেচ্ছা বার্তা ( Bengali New Year wishes )
Celebrate new beginnings with heartfelt messages to loved ones on this special day!

Image: Shutterstock
বৈশাখী হাওয়ার আমেজে চারিদিক মেতে উঠেছে। মন ভালো করা একটা অনুভূতি ঘিরে রেখেছে চারপাশ। প্রতিষেধক এসে যাওয়ায় আমরা ভরসা পেয়েছি অনেকটা, কিন্তু আবার করোনার প্রকোপ বাড়ছে। তাই নিয়ম মেনে সাবধানে থাকা উচিত। আসুন সতর্ক থেকে বাংলা নববর্ষ ১৪২৮-কে স্বাগত জানাই সকলে । এই উৎসবের মেজাজের মধ্যেও কিন্তু মানুষ তাদের বন্ধু-বান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজন কাউকেই শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেন না। আর আপনি সেই একরকম শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই না ? আমরা আপনাদের দেব কিছু নতুন স্বাদের শুভেচ্ছা বার্তা যা আপনার নববর্ষকে করে তুলবে আরও রঙিন।
চলুন দেখে নিই কি কি আছে আমাদের ভান্ডারে ?
১. বৈশাখের প্রথম দিনে ছড়াক খুশি
সবার মুখে থাকুক হাসি।
শুভ নববর্ষ !
২. নতুন ভোর, নতুন সূর্য।
শুভ হোক নতুন বছর।
শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৩. কাটুক বিষাদ, আসুক এক আনন্দে ভরা বছর।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
৪. স্বাগত ১৪২৮। নতুন বছর স্নিগ্ধতায় ভোরে উঠুক,
প্রশান্তিময় হোক জীবন।
৫. পূর্ণ হোক সব আশা, ভালোবাসা
তোমাকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা।
৬. মুছে যাক সব মলিনতা,
আসুক আনন্দের সুর।
ভালো কাটুক নতুন বছর,
জানাই শুভ নববর্ষ।
৭. বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের ছোঁয়া।
শুভ হোক নতুন বছর, শুভ নববর্ষ !
৮. নববর্ষে নব আনন্দে জাগো ,
তোমার সমস্ত কামনা হোক পূর্ণ।
জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা।
৯. নতুন জামা নতুন সাজ,
নতুন বছর শুরু আজ।
শুভ নববর্ষ।
১০. পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। সব দুঃখ অভিমান ভুলে
রঙিন হয়ে উঠুক সবার জীবন। শুভ নববর্ষ।
১১. এসো হে বৈশাখ, এসো এসো…
স্বাগত ১৪২৮।
১২. ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। পয়লা বৈশাখের এই শুভ দিনে জানাই তোমায় এক
আনন্দময় জীবনের শুভেচ্ছা। শুভ নববর্ষ ।
১৩. বছরের প্রথম আলো দূর করবে সকল কালো। মাতুক মন আনন্দধারায় । শুভ নববর্ষের
অনেক শুভেচ্ছা।
১৪. দূর হোক সব দুশ্চিন্তা
দূর হোক গ্লানি।
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই, শুভ নববর্ষ!
১৫. নববর্ষের পদার্পণে ঘুচে যাক দুঃখ,
মন ভরে উঠুক খুশির ঝড়ে।
শুভ নববর্ষ!
আমাদের তরফ থেকেও জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা।
আশা করি, এই বার্তাগুলি আপনারা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে ভাগ করে নেবেন। আনন্দের সঙ্গে কাটুক পয়লা বৈশাখের দিনটি।

Community Experiences
Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.